WBP SI Exam 2021 Answer Key

 WBP SI Exam 2021 Answer Key

WB Police SI Answer Key 2021 

WBP Sub Inspector Solved Questions

WBP SI Exam 2021 Answer Key

 

আজ আমরা West Bengal Police Recruitment Board দ্বারা পরিচালিত WBP SI Exam 2021 Answer Key শেয়ার করবো। WBP SI Exam 2021 এর জেনারেল স্টাডিজ এর প্রশ্নের সঠিক উত্তর শেয়ার করছি।
WBP SI Exam 2021 পরীক্ষাটি হয়েছে 5th December, 2021. আপনারা এই  WB Police SI Answer Key 2021 এর সাথে আপনাদের উত্তর গুলি মিলিয়ে যাচাই করে দেখে নিন কতগুলি উত্তর আপনারা সঠিক করলেন।
Exam Name Recruitment to the Post of Sub-Inspector / Lady Sub-Inspector of Police in West Bengal Police – 2020
Board WB Police Recruitment Board
State West Bengal
Exam Date 05/12/2021
Department West Bengal Police
Total Posts 1088
  1. ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক হল— NH 44.
  2.  প্রথম ‘পদ্মবিভূষণ’ পুরস্কার প্রাপক ছিলেন — সত্যেন্দ্রনাথ বোস।
  3. তেহরি বাঁধটি অবস্থিত — গঙ্গা নদীর উপরে
  4. মিশ্র গ্রন্থি বলা হয় — অগ্নাশয় গ্রন্থিকে।
  5.  পম্পাস তৃণভূমি দেখা যায়—  দক্ষিণ আমেরিকা মহাদেশে।
  6.  ভারতের সঞ্চিত কয়লার 80 শতাংশ সঞ্চিত আছে — দামোদর অববাহিকায়।
  7.  পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর হল— দামাস্কাস।
  8. মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি অবস্থিত — সুবর্ণরেখা নদীর তীরে।
  9. 4 ঘটিকার বৃষ্টি ( 4’O clock rain) রাখা যায় — আমাজন ও কঙ্গো অববাহিকায়।
  10.  ‘INDRA 2021’ সম্মেলনটি অনুষ্ঠিত হয় — রাশিয়ায়।
  11.  নিম্নলিখিত Browser গুলির মধ্যে Dark web access করা যায় — ‘টর’ এর মাধ্যমে।
  12.  বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হল— 6 বছর।
  13.  ভারতবর্ষেসর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়— কর্ণাটক রাজ্যে।
  14. সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে তাপমাত্রার ‘Absolute zero’ বলা হয় — -273.15° C  উষ্ণতাকে।
  15.  ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত—  মহারাষ্ট্রে।
  16.  হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি (National Police Academy) — সর্দা র বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত।
  17.  ব্রিটিশ শাসিত ভারতবর্ষেপ্রতিটি থানার সাব-ইন্সপেক্টর অধীনে পরিচালিত হয় লর্ড কর্নওয়ালিসের আমলে।
  18.  ভারতবর্ষের যে কোন রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হলেন— অ্যাডভোকেট জেনারেল।
  19.  সম্প্রতি আন্তর্জা তিক ইকোনমিক ফোরামে crystal Award পেয়েছেন—  দীপিকা পাডুকন।
  20.  বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছিল—  পালি লিপিতে।
  21.  ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামে নামাঙ্কিত ছিল — মানিক চাঁদ।
  22. সম্প্রতি অতীতে ভারতবর্ষে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে — তামিলনাড়ু রাজ্যে।
  23.  প্রশ্নের নিম্নোক্ত দীর্ঘতম নদীটি হল—  ব্রহ্মপুত্র।
  24. পদ্মশ্রী প্রাপক মৌমা দাস যে খেলার সঙ্গে যুক্ত সেটি হল—  টেবিল টেনিস।
  25. তুঙ্গভদ্রা হল—  কৃষ্ণা নদীর উপনদী।
  26. ইন্ডিয়ান অয়েল কর্পো রেশনের প্রথম ‘Green Hydrogen’ প্লান্টটি স্থাপিত হবে — মথুরা তৈলশোধনাগার।
  27. অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম— অ্যামাইটোসিস।
  28. প্রশ্নে নিম্নোক্ত ‘বামন গ্রহ’ নয় — নেপচুন।
  29.  ভারতীয় মহিলা হিসেবে সর্বপ্রথম অলিম্পিকে দুটিদু পদক জয় করেন—  পিভি সিন্ধু।
  30.  ধুমকেতু ছদ্মনাম ছিল —কাজী নজরুল ইসলামের।
  31. প্রশ্নে নিম্নোক্ত ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়—  ইনফ্লুয়েঞ্জা।
  32.  সম্প্রতি একটি নির্দিষ্ট দিনকে “দেশনায়ক দিবস” হিসেবে পালন করা হবে— পশ্চিমবঙ্গ রাজ্যে।
  33.  মানব শরীরের যে অংশে রক্ত জমাট বাঁধে না —  কৈশিক
  34. সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারি—  তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত।
  35.  ‘সানরাইজ ইন্ডাস্ট্রি’ বলতে নিম্নলিখিত — পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝায়।
  36. Torr হল— চাপের একক।
  37. যদি ব্যারোমিটারের পারদ স্তম্ভ দ্রুত হ্রাস পায়, তবে তার দ্বারা অনুমান করা যায়— ঝড়ের সম্ভাবনা।
  38.  ‘Romancing with Life ‘ জীবনী হল— দেব আনন্দের।
  39. মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা— বিশাখদত্ত।
  40. ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করা কে বলে — Phishing (I’m not sure)
  41. তমলুকে জাতীয় সরকারের মহা পরিচালক ছিলেন—  সতীশচন্দ্র সামন্ত।
  42. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘হেরিটেজ সাইট’ আখ্যা দেওয়া হয়— 1989 সালে ।
  43.  সাম্প্রতিককালে ফোনে আড়িপাতার জন্য ‘পেগাসাস’ নামক  সফটওয়্যার  ব্যবহারের যে অভিযোগ হয়েছে সেটি হল — ইজরায়েল।
  44.  ‘Fire Ice’ বলতে— মিথেন হাইড্রেডকে বোঝানো হয় ।
  45. 1943 সালে সুভাষচন্দ্র বসুপ্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন—  সিঙ্গাপুরে ।
  46.  কলকাতাকে আলিনগর নামকরণ করেছিলেন— সিরাজ-উদ্দৌলা।
  47.  2020 সালে রসায়ন শাস্ত্রে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ‘ভাটনগর পুরস্কার’ পেয়েছেন — প্রফেসর জ্যোতির্ময় দাস।
  48. ভারতবর্ষেশতকরা বনভূমির ভাগ সবচেয়ে বেশি — মিজোরাম রাজ্যে।
  49. ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর হল— কণ্ডালা।
  50. কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের — রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির (DPSP) অনুচ্ছেদে আছে ।

 

Visited 7 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now