যেকোনো পরীক্ষায় উত্তীর্ন হতে গেলে ইংরেজি বিষয়ের উপর পারদর্শিতার যাচাই করা হয়। অনেক পরীক্ষার্থী ইংরেজি বিষয়ে ভীতি থাকার কারণে ইংরেজি পড়া থেকে বিরতি নেয়। কিভাবে অন্য বিষয় থেকে বেশি নম্বর অর্জন করা যায় সেটাই তারা ক্যালকুলেশন করে ফেলে। কিন্তু ইংরেজি বিষয়টি যদি ভালোবেসে পড়া যায় তাহলে তাহলে অন্য বিষয়ের ন্যায় ইংরেজিতেও অনেক নম্বর অর্জন করা যায়।
ইংরেজি গ্রামার আর বাংলা ব্যাকরণ এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য নেই। দুটি বিষয় যদি একই রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে ইংরেজি আর কঠিন বিষয় বলে মনে হবে না।
আমরা এই পাতায় English Grammar এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার Preposition নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। একটু ধৈর্য্য আর মনযোগ সহকারে এই পাতাটি পড়লে আশা করি যে কোনো পরীক্ষাতে Preposition এর উপর প্রশ্নের সমাধান সঠিক ভাবে করতে পারবেন।
WB Primary TET, WB Upper Primary TET, CTET, WBCS, WBPSC, SSC CGL, CHSL ইত্যাদি প্রায় সব পরীক্ষাতেই Preposition থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং দেরী না করে কিছু নম্বর অর্জন করে নিন।
Preposition এর ব্যবহার (use of preposition)
Preposition কি ? বা Preposition কাকে বলে ?
– যে সকল শব্দ সাধারণত noun বা pronoun সাথে বসে , noun বা pronoun এর সাথে sentence এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদের Preposition বলা হয়।
English বলতে গেলে –
A preposition is a part of speech that indicates location, direction, time, etc. usually used in front of nouns or pronouns and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. On, in, under, after, beside, to, towards, with, etc. are prepositions.
যেমন :
১. খাতাটি টেবিলের উপর রাখো ।
২. বিড়ালটি খাটের নিচে ঢুকে পড়ল।
৩. পাখিগুলি আকাশ-এ উড়ছে।
৪. তুমি আমার সঙ্গে এসো।
৫. রাজু ছুরি দিয়ে আপেল কাটছে ।
উপরের বাংলা বাক্যগুলিতে উপর, নিচে, এ, সঙ্গে, এবং দিয়ে এগুলোকে বলা হয় পদান্বয়ী অব্যয় ইংরেজি এদেরকেই Preposition বলা হয়।
পদান্বয়ী কারণ, দুটি পদের মধ্যে সম্বন্ধ ওই শব্দগুলো দিয়ে বোঝানো হচ্ছে।
অর্থাৎ এই শব্দগুলি দুটি পদের মধ্যে সমন্বয় সাধন করে। আর অব্যয়, কারণ উপর, নিচে, এ, দিয়ে, এবং সঙ্গে এই শব্দগুলির কখনো কোন পরিবর্তন হয় না।
Proposition এর important ১২ টি rules
1. At এবং in এর ব্যবহার:
বড় জায়গা বা ব্যাপক সময়ের ক্ষেত্রে in হবে। ছোট জায়গা বা নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে at হবে।
Example: I live in West Bengal. I will go there at 7 p.m. in the evening.
2. at, on, in এর ব্যবহার:
নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at হবে।
নির্দিষ্ট দিন বা তারিখের ক্ষেত্রে on হবে।
মাস বা বছরের ক্ষেত্রে in হবে।
Example: I shall meet you on the 15th August.
Raju was born at 5:00 p.m. on Sunday in June 2018.
3. in এবং into এর ব্যবহার:
স্থিতি বোঝাতে in বসবে কিন্তু গতি বোঝাতে into বসবে।
Example: Katrina is in Mumbai now.
My brother lives in Kolkata.
The cat jumped into the kitchen.
4. By এবং with এর ব্যবহার (use of by and with):
যে নিজে কাজ করে তার আগে by বসবে এবং যে বস্তু দিয়ে কাজ করা হয় তার আগে with বসবে।
Example: This was done by Virat Kohli.
I see with my eyes.
Do it with a needle.
5. In, by, before, within এর ব্যবহার:
ভবিষ্যতের কোন সময়ের শেষ পর্যন্ত বোঝাতে in ব্যবহার হয় এবং সেই সময় শেষ হয়ে যাওয়ার আগে by / before/ within ব্যবহার হয়।
Example:
আমি দশ দিনে কাজটি শেষ করবো – I will finish the work in 10 days.
আমি দশ দিনের মধ্যে কাজটি শেষ করব- I will finish the work within 10 days or by 10 days.
6. Since এবং for এর ব্যবহার(use of Since and for):
কোন নির্দিষ্ট সময় বোঝাতে since ব্যবহার হবে এবং কোন অনির্দিষ্ট সময় বোঝাতে for ব্যবহার হবে।
Example: Kamal has been suffering from illness since Friday last.
Kamal has been suffering from illness for four days.
7. Between এবং Among এর ব্যবহার (use of between and among):
দুইয়ের মধ্যে বোঝাতে between এবং দুইয়ের বেশির মধ্যে বোঝাতে among ব্যবহার হয়।
Example: She distributed the prizes among all the participants.
Divide the apples between Rohit and Rahul.
8. Beside এবং Besides এর ব্যবহার ( use of beside and besides) :
– পাশে থাকা বোঝাতে বা দুটি noun এর মধ্যে পাশাপাশি অবস্থান এর ক্ষেত্রে beside ব্যবহার হয় এবং কোন কিছু অতিরিক্ত বা বেশি বোঝাতে besides ব্যবহার হয়।
Example:
Stand beside the statue and I’ll take your picture.
She sat beside him during dinner.
Besides this book, I have another one.
9. দিনের নামের সঙ্গে দিনের একটি অংশ উল্লেখ করলে তার আগে on হবে।
Example: On Friday morning. On Sunday evening.
10. দিনের অংশের ক্ষেত্রে in বসবে।
Example:
In the morning, in the afternoon, in the evening.
11. বছর মাস বা ঋতু এর ক্ষেত্রে ইন হবে।
Example: in 2024, in Winter, in January
12. দিন বা তারিখের আগে on বসবে।
Example:
Ritu was born on Saturday.
This Page Contains: use of preposition in bengali pdf, preposition এর ব্যবহার, preposition এর ব্যবহার pdf, preposition rules in bangla pdf, use of prepositions with examples, 12 preposition rules, preposition এর নিয়ম, English grammar preposition, পদান্বয়ী অব্যয়, wb primary tet english
I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.