50 GK Questions and Answers

50 GK Questions and Answers: General Knowledge বা সাধারণ জ্ঞান প্রত্যেকটি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, স্ট্যাটিক জিকে সব টপিক পড়ে যায় ।

50 GK Questions and Answers

যেহেতু জেনারেল নলেজ বিষয়টিতে অনেক টপিক এক সাথে জড়িত থাকে তাই সীমিত সময়ের মধ্যে General Knowledge রপ্ত করা খুবই শক্ত ব্যাপার। তাই আজ আমরা আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 50 GK Questions and Answers শেয়ার করছি। এই 50 টি প্রশ্ন এবং উত্তর তাড়াতাড়ি পড়ে ফেলুন এরপর পার্ট ২ আমরা শেয়ার করবো। General Knowledge এর এই 50 GK Questions and Answers প্রশ্নগুলি যদি আপনারা পার্ট পার্ট করে পড়তে থাকেন তাহলে এক সময় দেখবেন যে কোনো পরীক্ষায় General Knowledge এর কোনো প্রশ্নের উত্তর আপনার অজানা নেই ।

50 GK Questions and Answers

আমরা আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে এই Question Sets গুলি তৈরি করছি। আশা করি আসন্ন পরীক্ষায় এই GK Questions and Answers এই সেট গুলি থেকে কিছু না কিছু প্রশ্ন কমন পাবেন ।

1.ভারতে কোন শ্রেণীর কয়লা বেশী পাওয়া যায়?

উত্তরঃ বিটুমিনাস ।

2. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ?

উত্তরঃ আরাবল্লি ।

3. ভাদর নদী কোথায় পতিত হয়েছে?

উত্তরঃ কাম্বে উপসাগরে।

4. থোলঘাট ও ভোরঘাট গিরিপথ কোথায় আছে?

উত্তরঃ মহারাষ্ট্র ।

5. ‘NEFA’ কোন রাজ্যের পুরানো নাম?

উত্তরঃ অরুনাচল প্রদেশ ।

6. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ 1904 সালে ।

7. চিনের প্রাচীর কে নির্মান করেন?
উত্তরঃ চিনের রাজা কিন শি হুয়াং ।

8. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন ।

9. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
উত্তরঃ আর্যভট্ট ।

10. কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’?
উত্তরঃ সীসা ।

11.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড ।

12. দুর্গাপুর কী নামে পরিচিত?
উত্তরঃ ভারতের রুঢ় ।

13. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তরঃ শূন্য ।

14. ভারতের কোথায় ধান গবেষণাগার

উত্তরঃ  ওডিশার কটক শহ।

15. SAARC কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 8 ডিসেম্বর, 1985

16. ‘তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ মীর মহম্মদ মাসুদ।

17.কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ইবন বতুতা।

18.ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল?

উঃ মহম্মদ ঘুরী।

19. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন?

উঃ ইলতুৎমিস।

20. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

উঃ রুক্‌নউদ্দিন ফিরোজ।

21.দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উঃ আলাউদ্দিন খলজী।

22. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?

উঃ হোসেন শাহ।

23.বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ হরিহর ও বুক্কা।

24. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ?
উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত ।

25. বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ
উত্তর: কাস্পিয়ান সাগর।

26. বিশ্বের বৃহত্তম মন্দির
উত্তর: আঙ্কোরভাটের  মন্দির ।

27. বংশগতির জনক কে ?
উত্তর: মেন্ডেল।

28. কোন সালে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয় ?
উত্তর: ১৯৬৯ খ্রিস্টাব্দে।

29. কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি ?
উত্তর: ভিব্ৰিও কলেরি।

30. ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

31. পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড ও স্নুকার।

32. প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দু’বার পার করেছেন ?
উত্তর: বুলা চৌধুরী।

33. পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান ?
উত্তর: বিধানচন্দ্র রায়।

34. বাংলার প্রথম গভর্নর জেনেরাল কে ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

35. ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি ?
উত্তর: বেঙ্গল গেজেট ।

36. জাতীয় ক্রীড়া দিবস কবে ?
উত্তর: ২৯ অগাস্ট ।

37. AIDS পুরো কথা কী ?
উত্তর: Acquired Immune Deficiency Syndrome.

38. ক্রিকেট খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।

39.প্রাকৃতিক গ্যাস প্রধানত গঠিত হয় কোন কোন গ্যাসের মিশ্রনে?

উ: মিথেন ও হাইড্রোকার্বন |

40.গান মেটাল বা পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?

উ: তামা, দস্তা ও টিন |

41.কোন সালে পারমানবিক হিংসা থেকে মহাদেশের সুরক্ষা আইন তৈরি হয়?

উ: 2005 সালে |

42. লোকসভায় কে প্রোটেম স্পিকার নিয়োগ করেন?

উ: রাষ্ট্রপতি |

43.অরসিয়া মন আগ্নেয়গিরি কোন গ্রহে অবস্থিত?

উ: মঙ্গল |

44.ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি?

উ: করবেট ন্যাশনাল পার্ক |

45.কোন ধাতুকে সাদা সোনা বলে?

উ: প্লাটিনাম |

46. কত সালে লোকসভায় প্রথম অধিবেশন বসে?

উ: 1952 সালে।

47. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় ?
উ: 1952 সালে।

48. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি ?
উ: পারদ।

49. ONGC এর সম্পূর্ণ নামটি কি ?
উ: অয়েল অ্যান্ড ন‍্যাচারাল গ‍্যাস কর্পোরেশন।

50. বিরসা মুন্ডা স্টেডিয়াম ভারতের কোন স্থানে অবস্থিত রয়েছে ?
উ: রাঁচী।

আশা করি 50 GK Questions and Answers এর প্রথম সেটের প্রশ্ন গুলি পড়ে আপনারা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রপ্ত করতে পারলেন। যদি এই সেটটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না । যদি কিছু প্রশ্ন নিয়ে কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাবেন ।

Visited 324 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

2 thoughts on “50 GK Questions and Answers”

  1. 80% জানাই ছিল …. তাও aspirants দের জন্য আপনাদের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে ।

    Reply
    • এটা পার্ট ১ , তাই আমরা একটু সহজ প্রশ্নের সেট তৈরি করেছি। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পার্ট ২ থেকে আরেক ধাপ এগিয়ে একটু কঠিন প্রশ্নের দিকে যাবো।

      Reply

Leave a Comment