WB Madrasah Service Commission Group D Question: মাদ্রাসা সার্ভিস কমিশন এর 1st SLST গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন শুরু হয় ২০১০ সালে। কিন্তু বিভিন্ন কেস সংক্রান্ত জটিলতার কারনে সময়ের চাকা অনেকটা গড়িয়ে যাওয়ার পর ২০২৪ সালে পরীক্ষা ১লা সেপ্টেম্বর পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পাতি হয়। আমরা আজকে এই WB Madrasah Service Commission Group D Question এর উত্তরপত্র শেয়ার করবো।
২০১০ সালে ৭৩,৯৭৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দেননি। বাকি ২৪,০০০ জন পরীক্ষার্থী ওই সময়ে পরীক্ষা দিয়েছিলেন। তাই এই ৭৩,৯৭৮ জনের পরীক্ষা এই ২০২৪ সালে নেওয়া হল। পরীক্ষায় ইংলিশ এবং অঙ্ক মিলিয়ে মোট ১৫ নম্বর বরাদ্দ ছিল। প্রশ্নের গুনগত মান এতটাই সহজ সরল ছিল যে পরীক্ষা দিয়ে প্রায় পরীক্ষার্থী হাসি মুখে বাড়ি ফিরেছেন। কিন্তু WB Madrasah Service Commission Group D Question বা প্রশ্নপত্রটি পরীক্ষা কক্ষের বাইরে আনার নিয়ম ছিল না । তাই আমাদের টেলিগ্রাম এবং Whats App গ্রুপ থেকে বিভিন্ন পরীক্ষার্থীর স্মৃতি থেকে সংগ্রহ করে আমরা প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি। আপনারা আপনার প্রশ্নের দেওয়া উত্তরের সাথে এই WB Madrasah Service Commission Group D Question উত্তর মিলিয়ে দেখে নিন কটা ঠিক করতে পারলেন।
WB Madrasah Service Commission Group D Question
ENGLISH
- Put – Put
- Eat – Ate
- Loaf – Loaves
- Furniture – Furniture
- Beware of pickpockets
- I gave him a hundred rupee notes
- Disclose – Conceal / Hide
- Early – Late
পড়াশোনা কবে ছেড়ে দিয়েছি, এগুলো অভ্যাসের মধ্যে থাকলে হয়। তবুও কিছু উত্তর করছি যদি কাজ টা হয় এই আশায় আছি, আমার রোজকার ভালো নেই।
ধন্যবাদ আপনার মূল্যবান মনোভাব প্রকাশ করার জন্য। পরীক্ষা না হওয়ার কারনে অনেকেই পড়াশোনা প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আপনিও তাদের মধ্যে হয়ত একজন। বা অনেকেই আছেন বয়সের কারনে অন্য কোনো কাজকর্মে যুক্ত হয়ে গেছেন তাই সময়ের অভাবে ইচ্ছা থাকলেও প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য যতটা প্রস্তুতি নেওয়ার দরকার তারা সেটা নিতে পারছেন না। তবুও সবকিছুর মাঝে যদি প্রত্যেকদিন নিয়ম করে অন্তত ১ থেকে ২ ঘণ্টা সময় পড়ার প্রতি দিতে পারেন তাহলে কিন্তু এই সব পরীক্ষায় কিন্তু অবশ্যই পাশ করে যাবেন। কিন্তু প্রত্যেকদিন দিন এই ১ থেকে ২ ঘণ্টা একদম আবশ্যিক পড়াশোনার প্রতি সময় দিতেই হবে। আর Social Mediaর রিল দেখে অনেক ছাত্রছাত্রি সময় নষ্ট করে ফেলে, সম্পূর্ণ ১০০% এই রিল দেখা বন্ধ করতে হবে আর সেই সময়ে পড়াশোনা করতে হবে। পঞ্চায়েত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলছে। আবেদন করে রাখুন আর প্রস্তুতি চালিয়ে যান।