Environmental Movements in India

 ভারতের পরিবেশ আন্দোলন 

Environmental Movements in India

Environmental Movements in India
Environmental Movements in India
Environmental Movements in India: ছোটবেলা থেকে আমরা জানি যে পরিবেশ কাকে বলে । কিন্তু এই পরিবেশ সম্পর্কে এখনও আমরা সবাই  পুরোপুরি ভাবে সচেতন হয়ে উঠতে পারিনি । দিনের পর দিন আবাসস্থল, হোটেল , ফ্যাক্টরী, রেষ্টুরেন্ট এবং  আরও অনেক কিছু মানুষের  প্রয়োজন ও সুবিধার জন্য রাস্তার পাশে গাছ কেটে পরিবেশের ক্ষতি করে গড়ে তোলা হচ্ছে । কিন্তু বিপদের বিষয় সেই পরিমাণ বৃক্ষ রোপণ করা হয়না । 
মাঝে মাঝে কিছু সচেতন মানুষ পরিবেশের কথা ভেবে বিভিন্ন আন্দোলন (Environmental Movements in India) করেছেন । আজ আমরা সেই আন্দোলনগুলি  সম্পর্কে জানবো । শুধু পরীক্ষার জন্যই নয় একজন সচেতন নাগরিক হিসাবে এই তথ্য গুলি আমাদের জানা প্রয়োজন । 
এই  Environmental Movements in India টপিকটি আসন্ন প্রাইমারি টেট , আপার প্রাইমারি টেট, CTET এবং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । 
Environmental Movements in India
1. চিপক আন্দোলন (1973-74)
Chipko Movement
Chipko Movement
  • সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, সরলা বেন, মীরা বেন
  • উত্তরাখণ্ডের চামোলি, তেহরি-গাড়ওয়াল জেলা
  • ঠিকাদারদের কোপ থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানো 
  • 1987 চিপকো আন্দোলনকে Right Livelihood Award দেওয়া হয়
 
2. আপ্পিকো আন্দোলন (সেপ্টেম্বর 1983)
appiko movement
Appiko Movement
  • পাণ্ডুরাও হেগড়ে
  • কর্ণাটকের সিরসি অঞ্চলে
  • বনভূমি বাঁচানো
  • কন্নড় ভাষায়, “আলিঙ্গন” কে অ্যাপিকো বলা হয় ।
 
3. সাইলেন্ট ভ্যালি আন্দোলন (1978)
silent valley movement images
silent valley movement
  • কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ(KSSP) নামক সংস্থা, কবি সুগাথা কুমারী প্রমুখ
  • পলক্কড়, কেরালা
  • চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চল নষ্ট করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে
 
4. বিশ্লোই আন্দোলন (অষ্টাদশ শতক)
  • অমৃতা দেবী এবং বিশোই সম্প্রদায়
  • খেজারলি, মাড়োয়ার প্রদেশ, রাজস্থান
  • নতুন রাজপ্রাসাদ তৈরির উদ্দেশ্যে গ্রামের পবিত্র গাছ কাটা শুরু হয়েছিল। 
  •  গ্রামবাসীরা গাছ কাটার প্রতিবাদে গাছগুলিকে জড়িয়ে ধরে থাকে।
  • তিন শতাধিক গ্রামবাসী নিহত হয়।
 
5. নর্মদা বাঁচাও আন্দোলন (1985) 
Narmada Bachao Andolan
Narmada Bachao Andolan

 

  • মেধা পাটেকর, বাবা আমতে ও অরুন্ধুতী রায়
  • গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র (নর্মদা নদী কেন্দ্ৰিক
  •  নর্মদা নদীতে বাঁধ তৈরী করতে গিয়ে যেসব মানুষ গৃহহীন হয়ে গিয়েছিল তাদের যথাযথ পুনর্বাসনের দাবিতেই এই দালনের সূত্রপাত
 
6. জঙ্গল বাঁচাও আন্দোলন (1982)
jungle bachao movement
jungle bachao movement

 

  •  আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্বে
  • ঝাড়খণ্ডের সিংভূম জেলা
  • সরকারি উদ্যোগে শাল, টিক গাছের জঙ্গল কাটার প্রতিবাদে।
 
7. বালিয়াপাল আন্দোলন
  •  ওড়িশার বালেস্বর
  • ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের প্রতিবাদে।
 
8. মিট্টি বাঁচাও আন্দোলন।
  • মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ।
Visited 123 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now