WB PSC Food SI Syllabus

WB PSC Food SI Syllabus

WB PSC Food SI Syllabus
WB PSC Food SI Syllabus
WB PSC Food SI Syllabus: আজ আমরা WBPSC দ্বারা পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের (WBPSC Food Sub Inspector Recruitment) সিলেবাস , পরীক্ষার ধরণ, যোগ্যতা , নির্বাচন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো। 
যেকোনো পরীক্ষাতে উত্তীর্ন হওয়ার জন্য এই বিষয়গুলি সম্পর্কে অবগত হওয়া অবশ্যই প্রয়োজন। তাই বিস্তারিত জেনে আসন্ন ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য তৈরি হয়ে যান।  

WB PSC Food SI Syllabus

WBPSC Food SI Recruitment 2023 Application Fees: 
WBPSC Food SI নিয়োগ 2023 আবেদন ফী ক্যাটাগরি অনুযায়ী দেখুন।
WBPSC Food SI Recruitment 2023 Application Fee
Category Application Fees
UR Rs. 110/-
SC/ST/PwD and Others Nil
 
WBPSC Food SI Recruitment 2023 Eligibility Criteria:
WBPSC Food SI পদের জন্য আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই WBPSC Food SI এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জেনে নিতে হবে। আপডেট করা এবং বিশদ যোগ্যতা শীঘ্রই অবহিত করা হবে। ততক্ষণ পর্যন্ত, আপনি এখানে ন্যূনতম যোগ্যতাগুলি দেখতে পারেন।
 
  • প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্য হতে হবে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় ট্রাভেল করার ক্ষমতা রাখতে হবে।
  • Educational Qualification
  • পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বাংলা পড়তে, লিখতে এবং বলতে সক্ষম হতে হবে (যাদের মাতৃভাষা নেপালি তাদের প্রয়োজন নেই)।

Age Limit:

  • WBPSC Food SI নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উচ্চ-বয়স ছাড় দেওয়া হয়েছে। এই শিথিলতা শুধুমাত্র পশ্চিমবঙ্গের SC/ST/PwD/BC/ESM- প্রার্থীদের জন্য এবং অন্যান্য রাজ্যের এই বিভাগের প্রার্থীদের সাধারণ শ্রেণী হিসাবে গণ্য করা হবে।
  • ন্যূনতম বয়স সীমা: 18 বছর
  • সর্বোচ্চ বয়স সীমা: 40 বছর
 
WBPSC Food SI Recruitment 2023 Selection Process:
WBPSC কর্তৃক Food SI পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের প্রধানত দুটি ধাপ উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা, জেনারেল স্টাডিজ এবং পাটিগণিতের মতো বিষয়ে প্রার্থীদের জ্ঞান কতটা আছে সেটা পরীক্ষা করার জন্য নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যেখানে তাদের কমিউনিকেশন স্কিল, ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয়ের জ্ঞান পরীক্ষা করা হবে। উভয় রাউন্ডে প্রার্থীর পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফাইনাল নির্বাচন করা হবে।
  • লিখিত পরীক্ষা (100 নম্বর) (MCQ টাইপ )
  • ইন্টারভিউ (20 নম্বর)
 
WBPSC Food SI Recruitment 2023 Syllabus:
WBPSC Food SI নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস বিষয় ও টপিক ভিত্তিক দেওয়া হয়েছে।
 
WBPSC Food SI Recruitment 2023 Syllabus:
General Studies :
Knowledge of current events
Knowledge of scientific aspects
Indian polity
Political system
Constitution of India
History of India
Geography
 
Arithmetic :
Percentage
Profit and Loss
Simple Interests
Compound Interests
Ratio and Proportion
Fraction
LCM & HCF
Partnership
Average
Time and Work
Pipes and Cistern
Time, Work, and Distance
Boats and Streams
 
WBPSC Food SI Recruitment 2023 Exam Pattern:
WBPSC Food SI নিয়োগ 2023 পরীক্ষার প্যাটার্নটি নিম্নরূপ-
 
WBPSC Food SI Recruitment 2023 Exam Pattern
Exam Marks Question Type
Written Test 100 MCQ Type
Personality Test 20
 
WBPSC Food SI Syllabus 2023
 
WBPSC Food SI Recruitment 2023 Salary:
WBPSC Food SI নিয়োগ 2023 বেতন  নিচের টেবিলে দেওয়া হয়েছে। WBPSC Food SI বেতন সম্পর্কে জানতে নিচের টেবিলটি দেখুন।
 
Pay Level 6th
New ROPA 2019 Basic Pay 22700/-
HRA 2,724/- (12% of Basic Pay)
Medical 500/-
DA   1362/- (6% DA )
Other Allowance Yes
Monthly Gross Salary (Basic Pay + HRA + Medical) 27286/- (without increment)
Deduction
GPF-1362/-
 
Tax- 150/-
 
The salary of  WBPSC Food Sub Inspector will be given in hand Rs. 25,774/- after 6th Pay Commission.
 
 

 


This page contains: Pedagogy Questions and Answers, Pedagogy in Bengali, Pedagogy in Bangla, Pedagogy MCQ, Pedagogy for TET, Pedagogy for Primary TET, বাংলা পেডাগগি প্রশ্ন ও উত্তর, প্রশ্নোত্তরে বাংলা পেডাগগি।


 

Visited 6 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment