WB Gram Panchayat Practice Set 1: পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনেকদিন পর গ্রাম পঞ্চায়েত গুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । ইতিমধ্যেই অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন । যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা নিচের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নিন । রেজিস্ট্রেশন করা থাকলে তবেই প্রত্যেকটি পদ অনুযায়ী পঞ্চায়েতে চাকরির জন্য আবেদন করতে পারবেন । আজ আমরা গ্রাম পঞ্চায়েত পরিক্ষার জন্য গ্রাম পঞ্চায়েত প্রাকটিস সেট ১ (WB Gram Panchayat Practice Set 1) আপনাদের সাথে শেয়ার করছি ।
যেকোনো পরিক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির সাথে সাথে প্রাকটিস সেট (WB Gram Panchayat Practice Set 1) ধরে ধরে প্রশ্ন উত্তর যাচাই করে নিজের ভুল গুলি শুধরে নেওয়া অবশ্যই প্রয়োজন । পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের (WB Gram Panchayat Recruitment)জন্য বিভিন্ন পদ অনুযায়ী পরীক্ষার ধরন বিভিন্ন তাই আপনি যদি পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার ধরন দেখতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে দেখে নিন ।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার ধরন
গ্রাম পঞ্চায়েত প্রাকটিস সেট ১ | WB Gram Panchayat Practice Set 1
পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট ১ (Panchayat Practice Set 1) এ মোট ১৫ MCQ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এই প্রাকটিস সেটের প্রশ্নগুলি পূর্বের বছরের পঞ্চায়েত পরীক্ষার প্রশ্নের ধরন দেখে করা হয়েছে। তাই আসন্ন পঞ্চায়েত পরীক্ষার জন্য এই প্রাকটিস সেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Exam Name | WB Gram Panchayat |
---|---|
Total Questions | 15 |
Time | 1 min/Question |
Full Marks | 15 |
Qualifying Marks | 70% |
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট টি শুরু করার জন্য Quiz Start এ ক্লিক করুন ।
#1. ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি ?
#2. পোলিও কী বাহিত রোগ ?
#3. মিড ডে মিল প্রকল্প প্রথম কোন রাজ্যে শুরু হয় ?
#4. পলাশীর যুদ্ধ কাব্য গ্রন্থটি কার লেখা ?
#5. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ?
#6. বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?
#7. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে ?
#8. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারনা পাওয়া যায় ?
#9. আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি ?
#10. মহানগর এর উদাহরন হল –
#11. সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন ?
#12. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
#13. সত্তর বৎসর কার আত্মজীবনী ?
#14. বিন্ধ্য পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
#15. নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Results
Congrats! You are qualified.
Oh! You are not qualified.