WB Gram Panchayat Syllabus 2024 Download – পঞ্চায়েত নিয়োগ সিলেবাস

WB Gram Panchayat Syllabus: পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, গ্রুপ ডি কর্মী, পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার ইত্যাদি বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আজকের এই প্রতিবেদনে WB Panchayat Recruitment Exam জন্য WB Gram Panchayat Syllabus, পরীক্ষা পদ্ধতি , বেতন কাঠামো এবং এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করা হলো ।

WB Gram Panchayat Syllabus

যে কোন পরীক্ষা দেওয়ার আগে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে অবগত হওয়া বিশেষ প্রয়োজন । সামনেই পরীক্ষা তাই তার আগেই দেখে নিন WB Panchayat Syllabus.

WB Gram Panchayat Syllabus

উপরে যে পোস্ট গুলি উল্লেখ করা হল সেই পোস্ট অনুযায়ী অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীরা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। শূন্যপদ অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার শিক্ষগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WB Gram Panchayat Vacancy

পশ্চিমবঙ্গ সরকর 6652 ভ্যাকেন্সিতে উপরে উল্লিখিত পদ গুলিতে এই নিয়োগ সম্পূর্ণ করবে । পশ্চিমবঙ্গের অনেক শিক্ষার্থীরই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং জেলা পরিষদের অফিসে চাকরি পাওয়ার স্বপ্ন রয়েছে সেই সকল প্রার্থীদের WB গ্রাম পঞ্চায়েত সিলেবাস ভালোভাবে জেনে নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে।

গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার সিলেবাস (WB Gram Panchayat Syllabus) নিচে পোস্ট অনুযায়ী প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে দেওয়া হলো ।

Gram Sahayak Syllabus (গ্রাম সহায়ক সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥ মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Gram Panchayat Karmee Syllabus (গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

Nirman Sahayak Syllabus (নির্মাণ সহায়ক সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইঞ্জিনিয়ারিং (সিভিল) – ৬৫ নম্বর
● ইংরেজি – ১৩ নম্বর
● সাধারণ জ্ঞান – ৭ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥ মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Executive Assistant Syllabus (নির্বাহী সহকারী সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Secretary Syllabus  (গ্রাম সচিব সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥ মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Accounts Clerk Syllabus (অ্যাকাউন্টস ক্লার্ক সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥ মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Additional Accountant Syllabus  (অতিরিক্ত হিসাব রক্ষক সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● অ্যাকাউন্টেন্সি – ৩০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১৫ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥ মাসিক বেতন— ২৪,৭০০/- টাকা থেকে ৬৩,৯০০/- টাকা পর্যন্ত।

Assistant Cashier Syllabus (সহকারী ক্যাশিয়ার সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

 

Data Entry Operator Syllabus (ডাটা এন্ট্রি অপারেটর সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সহ ইংরেজি এবং বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

➥মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Group D Syllabus (গ্রুপ ডি সিলেবাস )

❖ শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ৭ নম্বর

➥ মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

Panchayat Samiti Peon Syllabus (পঞ্চায়েত সমিতির পিয়ন সিলেবাস)

❖ শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। পাহাড়ের জেলাগুলির জন্য নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ৭ নম্বর

➥মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

❑ আপনি যদি পঞ্চয়েত পরীক্ষার এই সিলেবাস টি ডাউনলোড করতে চান তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে রাখতে পারেন ।

Download Syllabus of Gram Panchayat Syllabus PDF ☛ DOWNLOAD SYLLABUS

 

 

 

 

 

 

 

Visited 190 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now