50 GK Questions and Answers Part 4

সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমাজবিদ্যা, রাজনীতি, রাজ্য এবং দেশ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য এই সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। তাই এই সব বিষয় থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিজে হাতে নোটস করে পড়া ভালো । কিন্তু উপযুক্ত সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনা সবার ক্ষেত্রে। তাই আমরা এই সমস্ত বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রশ্ন উত্তর (50 GK Questions and Answers Part 4) আকারে আপনাদের সাথে শেয়ার করছি।

50 GK Questions and Answers Part 4

আসন্ন বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই 50 GK Questions and Answers Part 1, Part 2, Part 3 তৈরি করেছি। সবগুলি পার্টেই বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে 50 টি করে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যদি না পড়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে পড়ে নিন। আসন্ন বিভিন্ন পরীক্ষা যেমন WBPSC Clerkship, Miscellaneous, WB Panchayat Exams, WBCS, Food SI, ICDS Supervisor, RRB NTPC, RRB Group D ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আশা করি 50 GK Questions and Answers Part 4  এই  সেট গুলি থেকে আপনি অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবেন। তাহলে দেরি না করে পড়ে ফেলুন 50 টি জিকে প্রশ্ন ও উত্তর (50 GK Questions and Answers Part 4)।

50 GK Questions and Answers Part 4

1) বহুবিবাহ- বইটি কে লিখেছেন ?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2) আইন প্রণয়নের মাধ্যমে কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

3) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: প্রশান্তচন্দ্র মহালনবিশ

4) কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ?
উত্তর: ১৯৪৩ সালে

5) একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও ।
উত্তর: অপটিক স্নায়ু।

6) চোখের কোন অংশে পল্লব লোম থাকে ?
উত্তর: অক্ষিপল্লবের কিনারায়।

7) মেন্ডেলের দ্বি-সংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি ?
উত্তর: স্বাধীন বন্টনের সূত্র।

8) সাধারণত কোন মাটি ফসল চাষের উপযোগী ?
উত্তর: দোয়াশ মাটি।

9) হাজারা মন্দিরের নির্মাতা কে?

উত্তর: কৃষ্ণদেব রায়।

10) কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়?

উত্তর: তেলেগু কবি পেদ্দনকে।

11) তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে। একদিকে ছিল বিজাপুর, গলকুণ্ডা, বিদর ও আহম্মদনগর আর অন্যদিকে ছিল বিজয়নগর। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়।

12) কে কবে ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৩৪২ খ্রীষ্টাব্দে শামস্‌উদ্দিন ইলিয়াস শাহ ।

13) সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত?

উত্তর: ফিরোজ শাহ তুঘলক।

14) ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর: ইলতুৎমিস।

15) কোন সময়কে সুলতানী যুগ বলে অভিহিত করা হয়?

উত্তর: ১২০৬ খ্রীষ্টাব্দ থেকে ১৫২৬ খ্রীষ্টাব্দে মোঘলবংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানী যুগ বলে পরিচিত।

16) PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
উত্তর: পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার

17) শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?
উত্তর: ত্বক

18) ‘বুল’ এবং ‘বিয়ার’ শব্দ দুটি কীসের সাথে জড়িত?
উত্তর: শেয়ার বাজার

19) ‘Art of Living’ এর প্রবক্তা কে?
উত্তর: শ্রী শ্রী রবিশঙ্কর

20) মুখ্য রং কোন তিনটি?
উত্তর: লাল, নীল, সবুজ

21) ন্যশানাল স্টক এক্সচেঞ্জ (NSE )কোথায় অবস্থিত?
উত্তর: মুম্বাই

22) স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
উত্তর: ইস্পাত

23) পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
উত্তর: ইংল্যান্ড

24) কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
উত্তর: 76 বছর

25) সিন্ধু নদের উপনদী কোনটি?

উত্তর: শতুদ্রু

26) মান্নার উপসাগর কোথায় অবস্থিত?

উত্তর: তামিলনাড়ুর দক্ষিণ -পূর্বে

27) পোচমপদ নদী প্রকল্প কোথায় অবস্থিত?

উত্তর: অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর উপর

28) কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয় ?

উত্তর: স্টাটোকিউমুলাস

29) ভারতে ট্রোফোগ্রাফিকেল মানচিত্র তৈরি করেন

উত্তর: সার্ভে অফ ইন্ডিয়া

30) ভারতের কোথায় বিমান পোত তৈরির কারখানা আছে?

উত্তর: কর্নাটকের ব্যাঙ্গালুরু

31) কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে?

উত্তর: রেগুর

32) সাইক্লোন বা আ্যন্টিসাইক্লোন কিসের প্রভাবে হয়?

উত্তর: বানিজ্য বায়ুর প্রভাবে

33) এশিয়ার বৃহত্তম বায়ুবিদুৎ কেন্দ্র কোথায় আছে?

উত্তর: গুজরাটের লাম্বাতে

34) দক্ষিণ এর ধানের ভাণ্ডার বলা হয়

উত্তর: তামিলনাড়ু

35) বড়ো দানা যুক্ত পাললিক শীলাকে কী বলে?

উত্তর: ব্রেকসিয়া

36) নবীন পলিমাটি কে কী বলা হয়?

উত্তর: খাদর

37) পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়?

উত্তর: হুগলি

38) রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উত্তর: কর্ণাটক

39) এশিয়ার রোম কাকে বলা হয়?
উত্তর: দিল্লি

40) হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
উত্তর: ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো

41) সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
উত্তর: অ্যানাবিনা, নস্টক

42) সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
উত্তর: নাব্রা উপত্যকা (কারাকোরাম)

43) কসমিক ইয়ার (Cosmic Year) কি?
উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

44) DNS বলতে কী বোঝায়?
উত্তর: ডোমেন নেম সিস্টেম

45) সুলতান শব্দের অর্থ কী?

উত্তর: স্বাধীন নরপতি।

46) আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর: তহকক্‌-ই–হিন্দ।

47) আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর: তুঘলক নামা।

48) ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: মিনহাজ-উস-সিরাজ।

49) দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিল?

উত্তর: কুতুবউদ্দিন আইবক।

50) আইবক কথার অর্থ কী?

উত্তর: দাস।

যদি আগের দুটি 50 টি করে প্রশ্নের সেট না পড়ে থাকেন তাহলে নিচের লিঙ্ক থেকে পড়ে নিন ।

আশা করি 50 GK Questions and Answers Part 4 সেটের প্রশ্নপত্র আগের তিনটি সেটের মতই আপনাদের ভালো লেগেছে। তাই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের সাথে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নের সেট গুলি তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের সাফল্যের একটি ধাপ এগিয়ে দেওয়ার জন্য। যদি কিছু প্রশ্ন নিয়ে কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। আর এই প্রশ্নগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানাবেন।

প্রাচীন ভারতের ইতিহাস মকটেস্ট 

ভূগোল – মকটেস্ট 

অনলাইন জিকে মকটেস্ট

ইংলিশ গ্রামার 

Visited 33 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now