MCQ on Indian National Movement

MCQ on Indian National Movement: ইতিহাস এমন একটি বিষয় যেটি না পড়লে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। কারন ইতিহাস আমাদের দেশের বর্তমানের অতীত কে আলোচনা করে। অর্থাৎ আজ আমরা বর্তমানে যে জায়গায় আছি সেটি আজ থেকে ৫০ বছর পর অতীতে কনভার্ট হবে। তাই ইতিহাস জানলে আমরা আমদের বর্তমানকে সহজ সহল এবং সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। তাই শুধুমাত্র চাকরির জন্য বা পরীক্ষায় পাশ করব বলে ইতিহাস পড়ব এমন টা না ভেবে যদি অতীতকে জানার জন্য, বোঝার জন্য, উপল্পব্ধি করার জন্য ইতিহাস পড়ি তাহলে যাদের কাছে ইতিহাস কঠিন বিষয় বলে মনে হয় তারাও এই বিষয়টিকে সহজে রপ্ত করতে পারবে।

MCQ on Indian National Movement

আমরা ইতিহাস বিষয়টিকে খুব সহজভাবে বিস্তারিত চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করার চিন্তা ভাবনা করছি। আশা করি খুব তাড়াতাড়ি বিষয় ভিত্তিক নোট্‌স পেয়ে যাবেন। সামনে অনেক পরীক্ষা আছে তাই আজ আমরা আধুনিক ভারতের ইতিহাস এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে ৫০ টি প্রশ্ন এবং যথাযথ উত্তর শেয়ার করছি (MCQ on Indian National Movement)। আশা করি  MCQ on Indian National Movement এর প্রশ্নগুলি আসন্ন পরীক্ষায় খুব কাজে আসবে। তাই মনোযোগ দিয়ে অবশ্যই পড়বেন। এই রকম বিষয় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে কিছু বলার বা কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। সমস্ত চাকরির নোটিফিকেশন, সাজেশন, PDF Notes পেতে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, লিঙ্ক নিচে দেওয়া আছে।

MCQ on Indian National Movement

1. আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন?
উত্তরঃ 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু।

2. আজাদ হিন্দ বাহিনী কবে কোহিমা দখল করেন?
উত্তরঃ 1944 সালে।

3. ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে।

4. কেবিনেট মিশন কবে ভারতে আসেন?
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে।

5. নৌ সেনা বিদ্রোহ কবে হয়?
উত্তরঃ 1946 সালে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে।

6.তেভাগা আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1946 সালে।

7.ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশ কবে হয়?
উত্তরঃ 1946 সালে।

8.মাউন্টবাটেন পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1947 সালে। ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা।

9.কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়?
উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে।

10.প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
উত্তরঃ 1914 থেকে 1918 সাল।

11.কবে কার উদ্যোগে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়?
উত্তরঃ মাইকেল ডায়ার এর নির্দেশে 1919 খ্রিস্টাব্দে।

12. অসহযোগ আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1920 সালে।

13. ভারতশাসন আইন কবে প্রণয়ন হয়?
উত্তরঃ 1892 খ্রিস্টাব্দে।

14.বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ প্রমথনাথ মিত্র, 1902 খ্রিস্টাব্দে।

15.জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়?
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।

16.ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1908 খ্রিস্টাব্দে।

17.মর্লে-মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তন হন?
উত্তরঃ 1909 খ্রিস্টাব্দে।

18.গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরে, 1913 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল এর উদ্যোগে।

19. কোমাগাতা মারু ঘটনা কত খ্রিস্টাব্দে হয়?
উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে। বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্ধি হয়।

20.চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ গান্ধীজীর নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে।

21.রাওলাট আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।

22.মন্টেগু-চেমসফোর্ড সংস্কর আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।

23. খিলাফৎ আন্দোলনের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।

24.অহিংস অসহযোগ আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে।

25.চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল?
উত্তরঃ 1922 সালে। এই ঘটনায় গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।

26.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে।

27.ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়?
উত্তরঃ 1925 খ্রিস্টাব্দে।

28.সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1927 খ্রিস্টাব্দে।

29. নেহেরু রিপোর্ট কবে পাশ হয়?
উত্তরঃ 1928 খ্রিস্টাব্দে।

30.জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।

31.আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে।

32.ডান্ডি লবন সত্যাগ্রহ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে।

33.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে।

34. অলিন্দ যুদ্ধ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।

35. প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।

36.ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।

37.গান্ধী আরউইন চুক্তি কবে হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।

38.পুণাচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে। ডাঃ বি. আর. আম্মেদকর ও গান্ধীজির মধ্যে।

39.সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?
উত্তরঃ র্যামসে ম্যাকডোনাল্ড, 1932 খ্রিস্টাব্দে।

40. “National Trade Union Federation” – কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দে।

41.সূর্যসেনের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।

42.কংগ্রেস সমাজ মন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ন, 1934 খ্রিস্টাব্দে।

43. ভারত শাসন আইন কবে পাস হয়?
উত্তরঃ 1935 সালে।

44.নিখিল ভারত কিষান কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে।

45. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন?
উত্তরঃ 1938 সালে হরিপুরা অধিবেশনে।

46. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?
উত্তরঃ 1939 সালে।

47. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে করেন?
উত্তরঃ 1939 সালে সুভাষচন্দ্র বসু।

48. মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়?
উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।

49. ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজির নেতৃত্বে।

50. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে।

যদি MCQ on Indian National Movement এর প্রশ্নগুলি উপযোগী মনে হয় তাহলে আপনার আত্মীয়-পরিজন, বন্ধু বান্ধব যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করবেন অবশ্যই।

Read More…

প্রাচীন ভারতের ইতিহাস মকটেস্ট 

ভূগোল – মকটেস্ট 

অনলাইন জিকে মকটেস্ট

ইংলিশ গ্রামার 

Visited 35 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now