WBPSC Miscellaneous Syllabus

WBPSC দ্বারা পরিচালিত অনেক পরীক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এই মিসলেনিয়াস পরীক্ষা। আজকে আমরা Miscellaneous Syllabus 2024 এ কি কি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

WBPSC Miscellaneous Syllabus

WBPSC Miscellaneous Syllabus: WBPSC বা West Bengal Public Service Commission এই মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে থাকে। তাই কোন বিষয় থেকে প্রশ্ন আসবে বা কোন চ্যাপ্টার এই পরীক্ষার জন্য পড়তে হবে তার জন্য এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা থাকা অত্যন্ত প্রয়োজন।

তাই এই পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে উচিত সিলেবাস সম্পর্কে অবগত হওয়া। আমরা এই পাতায় WBPSC Miscellaneous Syllabus 2024 (Prelims and Mains) এবং WBPSC Miscellaneous Exam Pattern 2024 আপনাদের সাথে শেয়ার করছি ।

WBPSC Miscellaneous Syllabus 2024

এই পরীক্ষার সিলেবাস দেখার সাথে সাথে পূর্বের বছরের প্রশ্নপত্র দেখে নেবেন। তাহলে সম্পূর্ণ একটা ধারনা হয়ে যাবে যে প্রশ্নের মান কত সহজ বা কত কঠিন হতে পারে। আমরা পূর্বের বছরের প্রশ্নপত্র কিছুদিন আগেই শেয়ার করেছি। আর প্রাকটিস সেটও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং WhatsApp গ্রুপে শেয়ার করেছি। নিচে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে দেখে নিতে পারেন।

WBPSC Miscellaneous Syllabus 2024 Overview

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই Miscellaneous Syllabus দেখলে কোন চ্যাপ্টার পড়তে হবে না আর কোন টপিক পড়তে হবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে মনোযোগ সহকারে নিচের সিলেবাস টি দেখে নিন।

Name of the BoardWest Bengal Public Service Commission (WBPSC)
Exam NameMiscellaneous Services Recruitment Examination 2024
Job LocationWest Bengal
Selection ProcessPrelims, Main & Personality Test
Maximum MarksPreliminary Exam - 200 marks
Final Exam - 450 marks
Personality Test - 100 marks
Post NameAssistant Child Development Project Officer, Disaster Management Officer/Block Disaster Management Officer, Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer, Block Welfare Officer/Welfare Officer, etc
Officical Websitewbpsc.gov.in

WBPSC Miscellaneous Syllabus টি থেকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ নিয়োগটি দুটি পরীক্ষা এবং একটি ইন্টার্ভিউ বা personality test  দ্বারা সম্পন্ন হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ পদ যেমন Assistant Child Development Project Officer, Disaster Management Officer/Block Disaster Management Officer, Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer, Block Welfare Officer/Welfare Officer ইত্যাদি পদ্গুলিতে নিয়োগ হবে।

WBPSC Miscellaneous Syllabus Exam Pattern (Prelims)

মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস পরীক্ষাটিতে প্রধানত দুটি টপিক থেকে প্রশ্ন আসবে। সেই টপিক দুটি হলো :

  • General knowledge বা সাধারণ জ্ঞান 
  • Arithmetic বা পাটীগণিত 

মোট ২০০ টি প্রশ্ন থাকবেজেনারেল নলেজ থেকে থাকবে ৭৫ টি প্রশ্ন এবং পাটীগণিত থেকে থাকবে ২৫টি প্রশ্ন । প্রত্যেকটি প্রশ্নের মান ২ তাই প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণমান থাকবে ২০০. প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর বাদ যাবে আপনার প্রাপ্ত নম্বর থেকে। তাই ভুল উত্তর বা আন্দাজে ঢিল ছোড়ার থেকে বিরত থাকবেন।

Name of PaperNo. of QuestionsMax MarksDuration
General Knowledge75150
Arithmetic2550
Total10020090 Minutes

WBPSC Miscellaneous Prelims Syllabus

Miscellaneous Exam এর প্রিলিমস এক্সাম টি শুধুমাত্র মেইন্স পরীক্ষায় বসার জন্য পরীক্ষা নেওয়া হয়। যারা এই প্রিলিমস পরীক্ষায় কোয়ালিফাই করবে শুধুমাত্র তারাই মেইন্স পরীক্ষায় বসতে পারবে। কোন কোন বিষয়ের কোন টপিক থেকে প্রশ্ন আসবে মনোযোগ সহকারে দেখে নিন।

1. General Studies:

  • Sports.
  • Countries & Currencies.
  • Current Events.
  • History.
  • Economic Scene.
  • Geography.
  • Scientific Research.
  • Culture.
  • National & International affairs.
  • Daily News.
  • General Polity including the Indian Constitution.
  • Countries and Capitals.
  • Art and culture
  • States & Capitals.
  • Famous Personalities.
  • Current GK.
  • Sports & Games.

2. Arithmetic:

  • Problems on Ages
  • Profit and Loss
  • Percentages
  • Time and Distance
  • Boats and Streams
  • Number Systems
  • Average
  • Ratio and Proportion
  • Data Interpretation
  • H.C.F. and L.C.M
  • Pipes and Cisterns
  • Simple & Compound Interest
  • Discounts.
  • Time and Work

উপরের চ্যাপ্টার গুলি ভালোভাবে চোখ বুলিয়ে নেবেন পরীক্ষার আগে। যদি কোনো নোটস বা সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

WBPSC Miscellaneous Mains Exam Pattern 

  • WBPSC Miscellaneous Mains Exam টি ১৫০ নম্বরের হবে।
  • মোট ৩টি পেপারের পরীক্ষা হবে
  • এই মেইন্স পরীক্ষার নম্বর থেকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।তারপর হবে পারসোনালিটি টেস্ট।
Paper No. Name of PaperMax MarksDuration
Paper 1English15090 Mintues
Paper 2Indian Languages (Bengal/Hindi/Urdu/Nepali/Santhali)15090 Mintues
Paper 3General Studies (100 marks) and Arithmetic (50 marks)150150Minutes
Total Total 450 Marks-

1. Paper 1: 

  • Drafting of a report from points or materials supplied.
  • Correct use of words.
  • Condensing of a prose passage (Summary/Precis).
  • Correction of sentences.
  • Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali, as the case may be, to English.
  • Use of common phrases.
  • Synonyms and antonyms.

2. Paper 2 

  • Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/Santali.
  • Grammar
  • Drafting of a report from points or materials supplied.
  • Condensing of a prose passage.

WBPSC Miscellaneous Personality Exam Syllabus

PSC Miscellaneous Exam এর পারসোনালিটি টেস্টটি তাদেরই হবে যারা মেইন্স পরীক্ষায় কোয়ালিফাই করবে। মোট ১০০ নম্বরের ইন্টার্ভিউ বা পারসোনালিটি টেস্ট হবে। সব শেষে মেইন্স এবং এই ইন্টার্ভিউ এর মোট নম্বর যোগ করে নিয়গ প্রক্রিয়ার জন্য মেধা তালিকা প্রস্তুত করা হবে।

আশা করি পি.এস.সি মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস আর পরীক্ষার ধরন সম্পর্কে আপনাদের ধারণা অনেকটাই স্বচ্ছ হয়েছে। তাহলে শুরু করে দিন মক টেস্ট আর সাফল্যের ধাপে পৌঁছে যান।

Visited 81 times, 3 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment