Problems on Trains
Online Mock Test on Mathematics
Problems on Trains MCQ Mock Test: আজ আমরা গণিত বা অঙ্ক (Mathematics) বিষয়ের উপর একটি অনলাইন MCQ মকটেস্ট শেয়ার করছি। আসন্ন প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট (WB Primary TET or WB Upper Primary TET ) বা WBCS, Railway, SSC CGL, CHSL, SSC MTS এর সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই মকটেস্টে অবশ্যই অংশগ্রহণ করবেন। এই অংশে অঙ্কের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ট্রেন সমস্যা থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন নিয়ে মক টেস্ট টি তৈরি করা হয়েছে। (MCQ Mock Test – Problems on trains)
আগামী পরীক্ষার জন্য আপনি কতটা প্রস্তুত তা এই মক টেস্টটি তে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন।
Problems on Trains MCQ Mock Test
অনলাইন মক টেস্ট | অঙ্ক – ট্রেন সমস্যা
বিষয় : অঙ্ক
টপিক : ট্রেন সমস্যা
সময় : 1 মিনিট / প্রশ্ন
পূর্নমান : ১০
#1. ঘণ্টায় ৫৪ কিলোমিটার গতিবেগে ১৩৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে ?
#2. ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে , ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ?
#3. ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ১৩০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে ?
#4. একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্যে ১৩৫ মিটার হলে তারা একে অপরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে , ট্রেন দুটির গতিবেগ কত ?
#5. ৭৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ১২৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ২০ সেকেন্ডে অতিক্রম করে, ঐ ট্রেনটি কত সময়ে ৬৫ মিটার দৈর্ঘ্যের একটি প্লাটফর্মকে অতিক্রম করবে ?
#6. পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে ৬০ কিমি / ঘণ্টা এবং ৪০ কিমি / ঘণ্টা বেগে যাত্রা শুরু করে , যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে ২০ কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে । তবে পাটনা এবং গয়ার মধ্যে দূরত্ব কত ?
#7. বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোষ্টকে যথাক্রমে ৪ সেকেন্ড এবং ৮ সেকেন্ডে অতিক্রম করে . তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
#8. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোষ্টকে যথাক্রমে ৬ সেকেন্ড এবং ৯ সেকেন্ডে অতিক্রম করে . তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
#9. দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে ২৪ কিমি/ ঘণ্টা এবং ১২ কিমি / ঘণ্টা গতিবেগে আসে , যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রিকে ২ সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্যে কত ?
#10. ১৩২ মিটার ও ১০৮ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে ৩২ কিমি/ ঘণ্টা এবং ৪০ কিমি / ঘণ্টা গতিবেগে একে অপরের দিকে গেলে, কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে ?
Results
Congrats! You are qualified.
Oh! You are not qualified.
Visited 85 times, 1 visit(s) today