লাভ ক্ষতি
Mathematics Mock Test | Profit Loss
![]() |
Profit Loss MCQ Mock Test |
আজ আমরা গণিত বা অঙ্ক (Mathematics) বিষয়ের উপর একটি অনলাইন MCQ মকটেস্ট শেয়ার করছি। আসন্ন প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট (WB Primary TET or WB Upper Primary TET ) বা WBCS, Railway, SSC CGL, CHSL, SSC MTS এর সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই মকটেস্টে অবশ্যই অংশগ্রহণ করবেন। এই অংশে অঙ্কের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার লাভ ক্ষতি থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন নিয়ে মক টেস্ট টি তৈরি করা হয়েছে। (MCQ Mock Test – Problems on Profit Loss)
আগামী পরীক্ষার জন্য আপনি Math বিষয়ে কতটা প্রস্তুত তা এই মক টেস্টটি তে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন।
Profit Loss MCQ Mock Test
বিষয় : অঙ্ক
টপিক : লাভ ক্ষতি
সময় : ১ মিনিট / প্রশ্ন
পূর্নমান : ১০
প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 60 sec সময় পাবেন ।
#1. এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 100 কোটি টাকায় বিক্রয় করল । ক্ষতির হার কত ?
#2. একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে?
#3. 100 টাকায় 62 টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 100 টাকায় কয়টি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে?
#4. 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে ?
#5. 500 টাকায় একটি দ্রব্য কিনে পর পর যথাক্রমে 10% ও 20% লাভে হস্তান্তরিত করলে , শেষ বিক্রয়মূল্য কত হবে ?
#6. রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদু কে ওই পেন টি 10% ক্ষতিতে 288 টাকায় বিক্রয় করে । রাম কত টাকায় পেন টি কিনেছিল?
#7. এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করে । আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হত। টিভি টির ক্রয় মূল্য কত ?
#8. ক ব্যক্তি 10 % ক্ষতিতে একটি বই বিক্রয় করল। বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হত। বইটির বিক্রয় মূল্য কত ?
#9. এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রয় করেন। প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রয় করেও 20% লাভ হয়। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত ?
#10. এক ব্যক্তি একটি কম্পিউটার 13% ক্ষতিতে বিক্রয় করল। যদি আরও 6300 টাকা বেশি দামে বিক্রয় করত তবে তার 17% লাভ হত। দ্রব্য টি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে ?
Results
weldone! You are qualified.
Oh! Please do more practice and test again.
Visited 90 times, 1 visit(s) today