ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ
[ PHYSIOGRAPHY OF INDIA ]
পর্বত । সমভূমি । মালভূমি । উপকূল ভূমি। গিরিপথ
Physiography of India |
Physiography of India: ভারতের ভূগোল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই ভূগোল বিষয়ে সবিস্তারিত জ্ঞান থাকা জরুরি। এই অংশে আমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ (Physiography of India in bengali) থেকে Most Important কিছু MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। এই প্রশ্ন গুলির উত্তর আগে সিলেক্ট করে নিয়ে তারপর সঠিক উত্তরটি যাচাই করবেন। ভারতের পর্বত , সমভূমি , মালভূমি , দ্বীপ , মরুভূমি , উপকূল ভূমি থেকে প্রশ্ন গুলি সাজানো করা হয়েছে। আশা করি ভারতের ভূপ্রকৃতিক বিভাগের এই MCQ Practice Set টি আগামী পরীক্ষায় আপনার প্রস্তুতি সম্পূর্ণ করতে সাহায্য করবে।
ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ MCQ
…
Answer is B)
গড উইন অস্টিন
2. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
…
Answer is D)
কাঞ্চন জঙ্ঘা
3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
…
Answer is C)
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। এটি ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি এবং এরনাকুল্লাম জেলার সীমানায় অবস্থিত । আনাইমুদিকে বলা হয় দক্ষিণ ভারতের এভারেস্ট ।
4. নিচের কোনটি সমভূমির সাথে সম্পর্কিত নয় ?
…
Answer is D)
দুন
5. ভারতের কোন উপকূল অধিক ভগ্ন ?
…
Answer is A)
করমন্ডল
6. নীলগিরি কী ধরণের পর্বত ?
…
Answer is B)
স্তূপ পর্বত
7. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হল ___________
…
Answer is B)
আরাবল্লি
8. ভারতের পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে ?
…
Answer is B)
নীলগিরি
9. ভারতের উচ্চতম গিরিপথ কোনটি ?
…
Answer is D)
কারা কোরাম
10. নিম্নলিখিত কোন গিরিপথটি পশ্চিমঘাট পর্বত মালায় অবস্থিত নয় ?
…
Answer is D)
হলদি ঘাট
11. হিমালয়ের কোন অংশটির পূর্ব – পশ্চিমে বিস্তার সর্বাধিক ?
…
Answer is D)
নেপাল হিমালয়
12. ভাঙ্গর হল _______
…
Answer is B)
প্রাচীন পলি.
…
Answer is A)
মালাবার .
14. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ টি কোন রাজ্যে অবস্থিত ?
…
Answer is C)
সিকিম
15. গুরুশিখর পর্বত চূড়াটি কোন রাজ্যে অবস্থিত ?
…
Answer is A)
রাজস্থান .
16. পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কি ?
…
Answer is D)
কারাকোরাম ।
…
Answer is D)
লাদাখ ।
18. ভারতের জীবন্ত আগ্নেয়গিরি কোনটি ?
…
Answer is C)
ব্যারেন ।
19. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
…
Answer is A)
মাজুলি ।
…
Answer is D)
সহ্যাদ্রি
This Page Contains : Physiography of India, MCQ on Physiography of India, Bengali GK, MCQ Practice Set, পর্বত, সমভূমি, মালভূমি, উপকূল ভূমি, গিরিপথ MCQ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ MCQ, Physiography of India in Bengali.