50 GK Questions and Answers Part 3

সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমাজবিদ্যা, রাজনীতি, রাজ্য এবং দেশ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য এই সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। তাই এই সব বিষয় থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিজে হাতে নোটস করে পড়া ভালো । কিন্তু উপযুক্ত সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনা সবার ক্ষেত্রে। তাই আমরা এই সমস্ত বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রশ্ন উত্তর (50 GK Questions and Answers Part 3) আকারে আপনাদের সাথে শেয়ার করছি।

50 GK Questions and Answers Part 3

আসন্ন বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই 50 GK Questions and Answers Part 1 এবং Part 2 শেয়ার করেছি। দুটি পার্টেই বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে 50 টি করে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যদি না পড়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে পড়ে নিন। আসন্ন বিভিন্ন পরীক্ষা যেমন WBPSC Clerkship, Miscellaneous, WB Panchayat Exams, WBCS, Food SI, ICDS Supervisor ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আশা করি 50 GK Questions and Answers Part 3 এই  সেট গুলি থেকে আপনি অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবেন। তাহলে দেরি না করে পড়ে ফেলুন 50 টি জিকে প্রশ্ন ও উত্তর (50 GK Questions and Answers Part 3)।

50 GK Questions and Answers Part 3

1. জাফরান ভারতের কোথায় পাওয়া যায়?

উত্তর: কাশ্মীর

2. পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত?

উত্তর: প্রথম

3. সাইলেন্ট ভ্যালি কী?

উত্তর: কেরলের জলবিদুৎ কেন্দ্র

4.   রাজমহল পাহাড় কোন শিলাই ঘঠে?

উত্তর: গ্রানাইট

5. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?

উত্তর: ইন্দিরা পয়েন্ট

6. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই?

উত্তর: হিমাচল প্রদেশ

7. কোন নদীর উপর মেটুর বাঁধ আছে?
উত্তর: কাবেরী

8. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উত্তর: স্থিতি শক্তি

9. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: জেনিভা

10. আরবরা কবে সিন্ধুদেশ জয় করে?

উত্তর: ৭১২ খ্রীষ্টাব্দে।

11. আলবেরুণী কত খ্রীষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? আলবেরুণীর প্রকৃত নাম কী? আলবেরুণী কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন?

উত্তর: ৯৭৩ খ্রীষ্টাব্দে মধ্যএশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু রিহান। তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি ১০ বছর ভারতে ছিলেন।

12. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ফিরোজ শাহ খলজী।

13. কোন রাজার আমলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়ালা তৈরি হয়?

উত্তর: সিকন্দর শাহের আমলে।

14. ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখ।

উত্তর: শ্রীচৈতন্যদেব।

15. ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উত্তর: হোসেন শাহের আমলে।

16. বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উত্তর: নসরৎ শাহের আমলে।

17. বিশ্বের গভীরতম হ্রদ
উত্তর: বৈকাল হ্রদ

18. বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য
উত্তর: মহাভারত

19. বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী
উত্তর: নীল তিমি

20. বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর
উত্তর: শিকাগো – আন্তর্জাতিক বিমানবন্দর

21. ইকোনমি কুকার কে আবিষ্কার করেন ?
উত্তর: ইন্দুভূষণ মল্লিক।

22. অধিক মাংস প্রদানকারী মুরগী কোনটি ?
উত্তর: ব্রয়লার।

23. ইরফান পাঠান কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।

24. স্মৃতি মন্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।

25. পরমেশ্বরী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।

26. বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দাবা।

27. প্রাণ ধারা কোন রাজ্যের প্রকল্প ?
উত্তর: পশ্চিমবঙ্গ

28. পথের পাঁচালি কত সালে মুক্তি পায় ?
উত্তর: ১৯৫৫

25. দার্জিলিং হিমালয়ান রেলকে UNESCO কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ?
উত্তর: ১৯৯৯ সালে

26. গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে ?
উত্তর: রাজস্থান

27. ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল কত ?
উত্তর: ১৯৮৮

28. বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় ?
উত্তর : তিরুবনন্তপুরম, কেরালা

29. প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: গ্রিক শব্দ প্রোটিয়স থেকে

30. জালিকাট্টুর নাম কোন রাজ্যের সঙ্গে জড়িত ?
উত্তর: তামিলনাড়ু

31. বিখ্যাত মাদাম তুসো মিউজ়িয়াম কোথায় ?
উত্তর: লন্ডন

32. পোলো খেলা প্রচলন করে কোন দেশ ?
উত্তর: ভারত ।

33. ক্যারাটে খেলা প্রচলন করে কোন দেশ ?
উত্তর: চীন ।

34. ফুটবল খেলা প্রচলন করে কোন দেশ ?
উত্তর: ইংল্যান্ড ।

35. মাউন্ট গ্যারিচেন কোন রাজ্যের সর্বোচ্চ শৃংগ?

উত্তর: অরুণাচল প্রদেশ |

36. হিমবাহিক জলাভূমি সো মোরাই কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: জম্মু ও কাশ্মির |

37. কোন মহা সমুদ্রে মার্শাল আইল্যান্ড অবস্থিত?

উত্তর: প্রশান্ত মহাসাগর |

38. ভারতীয় ভালুক সংরক্ষণের জন্য গঠিত দারোজি অভয় অরণ্য কোন রাজ্যে?

উত্তর: বেলারি, কর্ণাটক |

39. কোন রোগ নির্ণয়ে ‘জিন এক্সপার্ট’ পরীক্ষা করা হয়?

উত্তর: যক্ষা |

40. রেড ডাটা বুক এর বিষয় কি?

উত্তর: বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ |

41. USPC এর প্রথম চেয়ারম্যান কে?

উত্তর: স্যার রস বার্কার।

42. এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কি?

উত্তর: বোম্বে স্টক একচেঞ্জ ( BSE) .

43. অটলবিহারী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন?

উত্তর: তিনবার।

44. অরিজিন অফ স্পেসিসের এর লেখক কে ?
উত্তর: ল্যামার্ক।

45. প্রাণীদের বৃহত্তম গোষ্ঠীর নাম কি ?
উত্তর: আর্থোপোডা।

46. স্থিতিস্থাপকতা সর্বাধিক রয়েছে কোন জিনিসে ?
উত্তর: ইস্পাত।

47. জিতল নামক তামার মুদ্রা প্রচলন করেন কোন শাসক ?
উত্তর: ইলতুৎমিস।

48. সুগন্ধি লবণ বলা হয়ে থাকে কাকে ?
উত্তর: অ্যামোনিয়াম কার্বনেটকে।

49. ইক‍্যুয়েটর থেকে মেরুতে তে গেলে g এর মান এর কি পরিবর্তন হবে ?
উত্তর: বৃদ্ধি পাবে।

50. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব রুপা কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর: ট্রিগভি লি।

যদি আগের দুটি 50 টি করে প্রশ্নের সেট না পড়ে থাকেন তাহলে নিচের লিঙ্ক থেকে পড়ে নিন ।

আশা করি 50 GK Questions and Answers Part 3 সেটের প্রশ্নপত্র আগের দুটি সেটের মতই আপনাদের ভালো লেগেছে। তাই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন দের সাথে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নের সেট গুলি তৈরি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের সাফল্যের একটি ধাপ এগিয়ে দেওয়ার জন্য। যদি কিছু প্রশ্ন নিয়ে কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার।

প্রাচীন ভারতের ইতিহাস মকটেস্ট 

ভূগোল – মকটেস্ট 

অনলাইন জিকে মকটেস্ট

ইংলিশ গ্রামার 

Visited 113 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now