History of Delhi Sultanate Objective Questions

 সুলতানি যুগের ইতিহাস (History of Delhi Sultanate Objective Questions)

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর  মধ্য ভারতের ইতিহাস  

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর । মধ্য ভারতের ইতিহাস
History of Delhi Sultanate Objective Questions

 

History of Delhi Sultanate Objective Questions: আজ  আমরা  মধ্য ভারতের ইতিহাসের ( Medieval History )একটি  চ্যাপ্টার দিল্লি সুলতানি (Delhi Sultanate) বা সুলতানি যুগের ইতিহাস (History of Sultanate Period) থেকে ৫৪ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সাথে শেয়ার করছি । আসন্ন পরিীক্ষার জন্য  Exam Centre এ  যাওয়ার আগে History of Delhi Sultanate Objective Questions এই প্রশ্ন গুলি অবশ্যই চোখ বুলিয়ে নেবেন। 

সুলতানি যুগের ইতিহাস | সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (History of Delhi Sultanate Objective Questions)

১. সুলতান শব্দের অর্থ কী? 

 
উঃ স্বাধীন নরপতি।
 

২. কোন সময়কে সুলতানী যুগ বলে অভিহিত করা হয়? 

 
উঃ ১২০৬ খ্রীষ্টাব্দ থেকে ১৫২৬ খ্রীষ্টাব্দে মোঘল বংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানী যুগ বলে পরিচিত। 
 
৩. আইবক কথার অর্থ কী? 
 
উঃ দাস। 
 
৪. কুতুবুদ্দিনের পর কে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন? 
 
উঃ ইলতুৎমিস। 
 
৫. পাগলা রাজা বলে পরিচত কে ছিলেন ?
 
উঃ মহম্মদ বিন তুঘলক ।
 
৬.  ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন? 
 
উঃ ইলতুৎমিস। 
 
৭. আগ্রা শহরটি পত্তন করেন কে ?
 
উঃ সিকন্দর লোদি ।
 
৮. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন? 
 
উঃ ইলতুৎমিস।
 
৯. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? 
 
উঃ রুক্‌নউদ্দিন ফিরোজ। 
 
১০. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে? 
 
উঃ ফিরোজ শাহ খলজী। 
 
১১. খলজী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? 
 
উঃ আলাউদ্দিন খলজী। 
 
১২. দ্বিতীয় আলেকজান্ডার উপাধি  কে ধারণ  করেন ?
 
উঃ আলাউদ্দিন খলজী। 
 
১৩. সিকন্দর-ই – সানি  উপাধি কে ধারণ করেন ?
 
উঃ আলাউদ্দিন খলজী।
 
১৪. সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? 
 
উঃ আলাউদ্দিন খলজী। 
 
১৫. খলজী বংশের শেষ সম্রাট কে ছিলেন? 
 
উঃ কুতুবুদ্দিন মুবারক শাহ। 
 
১৬. কবে খলজি বিপ্লব সংঘটিত হয় ?
 
উঃ ১২৯০ খ্রি।
 
১৭. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
 
উঃ আলাউদ্দিন খলজী। 
 
১৮. নিজেকে খলিফার সেনাপতি বলেছেন কে ?
 
উঃ ইলতুতমিস।
 
১৯. কবে,কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়?
 
১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন। 
 
২০. কবে,কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়?
 
উঃ ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 
 
২১.  ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে? 
 
উঃ জিয়াউদ্দীন বরণী। 
 
২২. ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে? 
 
উঃ মিনহাজ-উস-সিরাজ। 
 
২৩.  কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে? 
 
উঃ ইবন বতুতা। 
 
২৪. আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী? 
 
উঃ তুঘলক নামা। 
 
২৫. আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী? 
 
উঃ তহকক্‌-ই–হিন্দ। 
 
২৬. তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে? 
 
উঃ মীর মহম্মদ মাসুদ।
 
২৭. আলবেরুণীর প্রকৃত নাম কী?
 
উঃ আলবেরুণীর প্রকৃত নাম আবু রিহান।
 
২৮. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? 
 
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।
 
২৯. সুলতানি যুগে সরকারের খাস জমিকে  কি বলা হত-
 
উঃ খালিসা।
 
৩০. দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন? 
 
উঃ মহম্মদ বিন তুঘলক। 
 
৩১. ভারতের তোতাপাখি বলা হয় কাকে ?
 
উঃ আমির খসরু।
 
৩২. ভারতের কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন ?
 
উঃ ইলতুৎমিস। 
 
৩৩. সুলতানী সাম্রাজ্যের প্রথম বংশের নাম কী? এই বংশের প্রতিষ্ঠাতা কে? 
 
উঃ দাস বংশ। কুতুবউদ্দিন আইবক।
 
৩৪. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? 
 
উঃ খিজির খাঁ সৈয়দ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ। 
 
৩৫.  তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
 
উঃ ১৩৪৯ খ্রিস্টাব্দে।
 
৩৬. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?
 
উঃ হোসেন শাহ। 
 
৩৭. দাক্ষিণাত্যে সুলতানী সাম্রাজ্যের বিস্তার প্রথম কার সময় হয়েছিল? 
 
উঃ আলাউদ্দিন খিলজীর সময়ে। 
 
৩৮. বলবনের পূর্ব নাম কী ছিল? 
 
উঃ উলুঘ খাঁ। 
 
৩৯.  লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? 
 
উঃ বহলুল লোদী। শেষ রাজা ইব্রাহিম লোদী। 
 
৪০. মহম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কী ছিল? 
 
উঃ জৌনা খাঁ। 
 
৪১. জিয়াউদ্দীন বরণী কোন সময়ে ভারতে এসেছিলেন? 
 
উঃ মহম্মদ তুঘলক ও ফিরোজ তুঘলকের সময়ে।
 
৪২. ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কী? 
 
উঃ সফর নামা। 
 
৪৩. সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত? 
 
উঃ ফিরোজ শাহ তুঘলক। 
 
৪৪. ‘নব মুসলমান’ কাদের বলা হয়? 
 
উঃ যে সকল মোঙ্গল জালালউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লীর উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নবমুসলমান বলা হয়। 
 
৪৫.  আমীর খসরু কোন সময়ে ভারতে এসেছিলেন? 
 
উঃ খলজী ও তুঘলক শাসনকালে। 
 
৪৬. কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন? 
 
উঃ চৈনিক দূত মা-হুয়ান। 
 
৪৭. ‘খামখেয়ালী রাজা’ কাকে বলা হয়? 
 
উঃ মহম্মদ বিন তুঘলককে। 
 
৪৮. কে তামার নোট প্রচলন করেছিলেন? 
 
উঃ মহম্মদ বিন তুঘলক। 
 
৪৯.কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন? 
 
উঃ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে। 
 
৫০. কার সময়ে চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেন ?
 
উঃ ইলতুৎমিস।
 
৫১. দিল্লির সুলতানি শাসনের পতন হয় কবে ?
 
উঃ ১৫২৬।
 
৫২. দিল্লি সুলতানি শেষ শাসক কে?
 
উঃ ইব্রাহিম লোদি।
 
৫৩. সুলতানি যুগের সরকারি ভাষা কি?  
 
উঃ ফারসি।
 
৫৪. ইলতুৎমিস  শিক্ষাকেন্দ্র স্থাপন করেন কোথায় ?
 
উঃ পাটনায়। 
Read Also…

 

Visited 5 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment