Primary TET Suggestive Questions

WB PRIMARY TET

 প্রাইমারি টেট সাজেস্টিভ চ্যাপ্টার – প্রশ্ন 

Primary TET Suggestive Questions
Primary TET Suggestive Questions

 

Primary TET Suggestive Questions: পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট  পরীক্ষার (WB Primary TET Exams) নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার তেমন হাতে সময়  থাকে না।  এই অংশে প্রত্যেকটি বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ চ্যাপ্টার (Primary TET Suggestive Questions) আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। চ্যাপ্টার গুলি যে কোনো ভালো বই থেকে বা এই ওয়েবসাইটের নোটস এবং প্রাইমারি প্র্যাক্টিস সেট  থেকে পড়ে নিতে পারেন। 

সমস্ট আপডেট পেতে আমাদের telegram চ্যানেল এ জয়েন হয়ে যান নিচের লিংক থেকে। 

প্রাইমারি টেট পরীক্ষার বিস্তারিত সিলেবাস আগেই দেওয়া হয়েছে। পাশের মেনুতে SYLLABUS অপশনে গিয়ে দেখে নিতে পারেন। 

 

Primary TET Suggestive Questions 

 

WB PRIMARY TET EXAM এর সিলেবাসে আছে – বাংলা , ইংরেজি, শিশু মনোস্তত্ববিদ্যা, অঙ্ক এবং পরিবেশ।  প্রত্যেকটি বিষয় ৩০ নম্বর করে , মোট ১৫০ নম্বরের পরীক্ষা হয়।
 
মনে রাখবেন সাফল্যের কোনো শর্টকার্ট হয়না , তবুও চট জলদি প্রস্তুতির জন্য  আমরা প্রত্যেকটি বিষয়  ভালোভাবে বাছাই করে এই অংশে গুরুত্বপূর্ণ টপিক আকারে শেয়ার করলাম ।  অবশ্যই মনোযোগ সহকারে বই থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে নোটস গুলি দেখে নেবেন। কিছু জানানোর থাকলে নিচের  কমেন্ট বক্সে জানাবেন। 
 
🟊প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলি সিরিয়াল অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো আছে। কিন্তু অংকের ক্ষেত্রে লিস্টের সবগুলি টপিক প্রাকটিস্ করতে হবে। 
টপিকের উত্তরগুলি খুব শীগ্রই শেয়ার করা হবে। 

 

প্রাইমারি টেট : বাংলা (bengali)
1. Primary Level books : বিখ্যাত ছড়া, লেখক, কিছু প্রশ্ন যেমন : সহজ পাঠ কার লেখা বই ? , বর্ন পরিচয় বইটি কার লেখা ? ,  সহজ পাঠ বইটির ছবিগুলি কার আঁকা ? 
2. বিভিন্ন বিখ্যাত চরিত্রের স্রষ্টা
3. উপন্যাস ও লেখক
4. বাক্যের গঠন
5. প্রত্যয়
6. ভাষা ও উপভাষা : দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব শব্দ নির্বাচন
7. বর্ণের প্রকারভেদ
8. ধ্বনিতত্ত্ব – অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ ও অঘোষ ধ্বনি
9. যতি চিহ্ন
10. পদ পরিবর্তন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়
11. বাগধারা
12. প্রতিশব্দ
13. সমার্থক শব্দ
14. উদ্দেশ্য, বিধেয় নির্বাচন
15. ক্রিয়ার কাল 
16. শুদ্ধ বানান নির্বাচন
17. সন্ধি 
18. সমাস ও সমাসবদ্ধ পদ 
19. কারক ও বিভক্তি 

 

Primary tet: English 

 

1. Phrasal Verbs
2. Fill in the blanks with the appropriate position
3. Fill in the blanks with the correct verb 
4. Fill in the blanks with articles
5. Books and Authors
6. Voice change
7. Narration change
8. Find errors from the options
9. Correct spelling check
10. Synonyms and antonyms
11. Gender change
13. Plural forms 
14. Correction of errors 
15. Idioms 
16. One Word Expression

 

প্রাইমারি টেট: অঙ্ক (math)

 

1. কার্য, সময় ও দিন
2. সময় ও দূরত্ব
3. অংশীদারি কারবার
4. সরল সুদ
5. লসাগু ও গসাগু
6. গড়
7. পরিমিতি: ত্রিভুজ , চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত – পরিসীমা বা পরিধি নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়
8. জ্যামিতি : ত্রিভুজের কোণ নির্ণয়, বৃত্তচাপের দৈর্ঘ্য, ষড়ভুজের কোন নির্ণয় , 
9. মুদ্রা সম্পর্কিত সমস্যা
10. ভগ্নাংশের ক্রমান্বয়ে সাজানো ( বড়ো থেকে ছোট বা ছোটো থেকে বড়ো)
11. Math Seies Problems 
12. * বীজগাণিতিক সমস্ত সূত্র মুখস্ত করে রাখতে হবে এগুলি পাটিগণিত এর ক্যালকুলেশন সম্পর্কিত সমস্যা গুলি সমাধানে সহায়তা করবে 
13. ত্রিকোণমিতি : Sin, Cos, Tan, এর মান গুলি 
14. শ্রীধর আচার্যের  সমীকরণ 
15. শতকরা 
প্রাইমারি টেট: শিশু মনোস্তত্ত্ব বিদ্যা (Pedagogy/Child Psychology)

 

1. প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, অনুবর্তন তত্ত্ব, 
2. বিভিন্ন রোগের কারণ
3. শিশুদের বিভিন্ন বয়সের স্তর 
4. শিখন ও শিক্ষণের সংজ্ঞা 
5. প্রক্ষোভ
6. পিঁয়াজে, কোহলবার্গ, ভাইগটক্সি, থর্ন ডাইক, স্কিনার এর তত্ত্ব 
7. বুদ্ধির গঠন সম্বন্ধে দৃষ্টিভঙ্গির আলোচনা
8. শিক্ষা কেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার ধারণা
9. CWSN ( Children With Special Need) বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের বিকাশ 
10. Full Form – বিভিন্ন প্রজেক্ট, শিশু বিদ্যা সম্পর্কিত টার্ম , শিক্ষা বিষয়ক টার্ম
11. শিক্ষার অধিকার আইন
12. অ্যাসেসমেন্ট : ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন দক্ষতা- কথা বলা, শোনা, পড়া ও লেখা
13. 5E Model
14. IQ – আইকিউ নির্ণয়ের পদ্ধতি, আবিষ্কারক, শিশুদের আইকিউ এর শ্রেণীবিভাগ
15. বুনিয়াদি শিক্ষা 

 

প্রাইমারি টেট: পরিবেশ (Environmental Studies)

 

1. পরিবেশ দূষণ : ফলাফল, কারণ, প্রতিকার
2. MIC গ্যাস এর Full Form 
3. মিথেন এর সংকেত 
4. CFC 
5. ওজন স্তর ক্ষয়ের কারণ
6. বায়ুমন্ডলের বিভিন্ন ভাগ
7. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
8. আড়াবাড়ি অঞ্চল – যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা
9. ভূতাপীয় শক্তি
10. বনভূমি : উচ্চ পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভি, ম্যানগ্রোভ অরণ্য
11. বিশ্ব উষ্ণায়ন
12. বিলুপ্তপ্রায় প্রাণী
13. রামসার সাইট
14. বিভিন্ন রোগ ও কারণ 
15. রাজ্যের জাতীয় প্রতীক ( State Emblem)
16. বিভিন্ন পরিবেশ আন্দোলনের নাম ও নেতা এবং নেত্রী গন
17. ধাতু ও অধাতু
18. ভৌত ও রাসায়নিক পরিবর্তন
19. বিভিন্ন ভৌতরাশি একক
20. বিভিন্ন মৌলের সংকেত
21. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ
22. পশ্চিমবঙ্গের বিভিন্ন নদনদীর উৎস ও পতন স্থল এবং উপনদী
23. খাদ্য- কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট

 


This page contains: WB Primary TET Suggestions, WB Primary TET Important Questions, Primary TET Suggestive Chapters, TET Exam, TET English, TET Bangla, TET EVS, TET Math,Primary TET Suggestive Questions, TET Suggestions, প্রাইমারি প্রশ্নপত্র, প্রাইমারি সাজেশন, টেট পরীক্ষা 

Visited 115 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now