Environmental Studies MCQ with answers

 Environmental Studies 

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর 

envs mcq

 

Environmental Studies MCQ with answers: আমরা জানি যে পরিবেশ বিদ্যা যে কোনো পরীক্ষার জন্য একটি তাৎপর্যপূর্ণ  বিষয়। প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্যে ৩০ নম্বর বরাদ্দ থাকে। আমরা চেষ্টা করবো পরিবেশ বিদ্যা বিষয়টিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করার, যাতে এই ৩০ নম্বরের মধ্যে সর্বাধিক নম্বর অর্জন  যায়। 
আজ আমরা পরিবেশ বিদ্যা (Environmental Studies) থেকে ৫০ টি প্রশ্ন ও উত্তর শেয়ার করছি (Environmental Studies MCQ with answers)। আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে প্রশ্নগুলি বিভিন্ন চ্যাপ্টার থেকে সংগ্রহ করা হয়েছে।  
পরবর্তী দিনে আমরা পরিবেশ বিষয়টির চ্যাপ্টার ভিত্তিক  MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করবো। 

 

প্রশ্নোত্তরে পরিবেশ বিদ্যা : সেট ১ | Environmental Studies MCQ with answers

 
1. মেলানিন শোষণ করে সূর্যের
– অতি বেগুনি রশ্মি
 
2. তোকে রোড লাগলে কোন ভিটামিন তৈরি হয়?
– ভিটামিন ডি
 
3. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
– বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়, ফলে চুল সাদা হয়ে যায়।
 
4. লিগামেন্ট কি?
– অস্থিসন্ধি যে দড়ির মত জিনিসের সাথে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে।
 
5. হৃদপিন্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে?
– স্টেথোস্কোপ এর সাহায্যে হৃদপিন্ডের শব্দ বোঝা যায়।
 
6. একটি জলবাহিত রোগের নাম কি?
– টাইফয়েড।
 
7. একটি বায়ুবাহিত রোগের নাম কি?
– নিউমোনিয়া।
 
8. স্টেথোস্কোপ প্রথম কে আবিষ্কার করেন ?
– প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লীনেক।
 
9. কোন মাটির চাষের জন্য উপযোগী?
– দোআঁশ মাটি চাষের জন্য উপযোগী।
 
10. পুরুলিয়ার বিখ্যাত জলভূমির নাম কি?
– সাহেব বাঁধ।
 
11. দুধ থেকে ছানা তৈরি কোন পরিবর্তন হয়?
– রাসায়নিক পরিবর্তন।
 
12. কলকাতার জলভূমি কোন নদীর অংশ?
– কলকাতার জলভূমি বিদ্যাধরী নদীর অংশ।
 
13. দ্বারকেশ্বর ও শিলাবতি নদী দুটির মিলিত নাম কি ?
– রূপনারায়ণ।
 
14. গঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকেছে কোন জেলা দিয়ে?
– মুর্শিদাবাদ
 
15. গঙ্গা নদীর চিতারাটি বাংলাদেশের মধ্যে বয়ে গেছে তার নাম কি?
– গঙ্গা নদীর যে ধরাটি বাংলাদেশের মধ্যে বয়ে গেছে তার নাম পদ্মা।
 
16. বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত?
– বক্সে জয়ন্তী পাহাড় জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত।
 
17. গরুমারা অরণ্যটি কোন জেলায় অবস্থিত?
– গরু মারা অন্যটির জলপাইগুড়ি জেলায় অবস্থিত।
 
18. হুগলি জেলার সদর শহরের নাম কি?
– হুগলি জেলার সদর শহরের নাম চুঁচুড়া। 
 
19. ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি?
– হারভেস্টার।
 
20. আউশ ধান কোন সময় চাষ করা হয়?
– আউশ ধান গ্রীষ্মকালে চাষ করা হয়।
 
21. আমন ধান কোন সময় চাষ করা হয়?
– আমার নাম বর্ষাকালে চাষ করা হয়।
 
22. পাহাড় কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে পাহাড়ি অঞ্চলের যে চাষ করার পদ্ধতি তাকে কি বলা হয়?
– ধাপ চাষ।
 
23. তরাই অঞ্চলের মাটিতে কোন কোন নদীর পলি জমা হয় ?
– তোরাই অঞ্চলের মাটিতে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমা হয়।
 
24. একটি লুপ্তপ্রায় মাছের নাম কি ?
– ন্যাদোশ ।
 
25. একটি RNA যুক্ত প্রাণী ভাইরাসের নাম কি ?
– পোলিও ভাইরাস হলো একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস।
 
26. একটি RNA যুক্ত উদ্ভিদের ভাইরাসের নাম কি ?
– টোবাকো মোজাইক ভাইরাস হলো একটি আরএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস।
 
27. একটি DNA যুক্ত প্রাণী ভাইরাসের নাম কি ?
– বসন্ত ভাইরাস আরো একটি ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস।
 
28. একটি DNA যুক্ত উদ্ভিদ ভাইরাসের নাম কি ?
– ফুলকপির মজাই ভাইরাস হল একটি ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস।
 
29. কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
– কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি।
 
30. আমাশয় রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
– আমাশয় রোগের ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস ডিসেন্ট্রি।
 
31. দ্বি প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিন্ডের দেখা যায় কোন প্রাণীর?
– দ্বি প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায় মাছের।
 
32. ত্রি প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড কাদের দেখা যায়? 
– উভচর প্রাণীদের ত্রি প্রকোষ্ঠ হৃদপিণ্ড দেখা যায়।
 
33. ভিটামিন A এর রাসায়নিক নাম কি? 
– ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল।
 
34. ভিটামিন D এর রাসয়নিক নাম কি ?
– ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল । 
 
35. সমুদ্রের জলের প্রধান লবনের 
নাম কি ?
– সোডিয়াম ক্লোরাইড
 
37. পেডোলজির জনক বলা হয় কাকে?
– পেডোলজির জনক বলা হয় ডকুচেভ কে।
 
38. বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি হয়?
– বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি হয়। 
 
39. প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয় -এই সূত্রটি কার?
– ভ্যান্ট হফ ।
 
40. কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন?
– জে ভন লিগ।
 
41. বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয় ?
–  বন সংরক্ষণ আইন ১৯৮০ সালে  প্রণয়ন হয়। 
 
42. বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
– বন্দিপুর জাতীয় পার্ক কর্নাটকে  অবস্থিত। 
 
43. ইকোলজি শব্দটির সংজ্ঞা প্রদান করেন কে ? 
– ইকোলজি শব্দটির সংজ্ঞা প্রদান করেন আর্নেস্ট হেকেল। 
 
44. ইকো সিস্টেম শব্দটির প্রবর্তন করেন কে ? 
– আর্থার ট্যান্সলে। 
 
45. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ? 
– সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। 
 
46. ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় কি জন্য ?
– ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার উদ্দ্যেশ্যে। 
 
47. IBWL এর পুরো নাম কি ?
– Indian Board of Wild Life. 
 
48. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান কত ? 
– ০.০৩ ভাগ। 
 
49. বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
– ব্রাজিলের রিও ডি জেনিরো তে ১৯৯২ সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল  ।
 
50. MIC এর পুরো নাম কি ?
– মিক বা মিথাইল আইসোসায়ানেট কীটনাশক প্র্রস্তুত কারক কারখানা থেকে নির্গত গ্যাস যা বায়ু দূষণ ঘটায় ।

 


This page contains Environmental Studies Questions and Answers, Environmental Studies in Bengali, Environmental Science in Bangla, ENVS MCQ, Environmental Studies for TET, Environmental Studies MCQ with answers, Environmental Studies for Primary TET, পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর, প্রশ্নোত্তরে পরিবেশ বিজ্ঞান।


 

Visited 5 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment