WB PSC Food SI Suggestions

 WB Food SI

Last Minute Suggestions – General Studies

WB PSC Food SI Suggestions
WB PSC Food SI Suggestions

 

WB PSC Food SI Suggestions: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত যে পরীক্ষাগুলি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফুড সাব – ইন্সপেক্টরের পরীক্ষা । লাখ লাখ যুবক যুবতী এই Food SI  পরীক্ষার জন্য আবেদন করে থাকে । কিন্তু সেই তুলনায় শুন্যপদ অনেকটাই কম থাকে । তাই এই পরীক্ষাতে সাফল্য পেতে হলে একটু সজাগ হয়ে প্রস্তুতি শুরু করা দরকার । ফুড এস আই পরীক্ষার ধরণ, সিলেবাস, পূর্বের বছরের পরীক্ষার সমাধান আমরা আগেই দিয়েছি, আশা করি সেগুলি রপ্ত করেছেন আপনার। সিলেবাস ফলো করে চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা না করলে সাফল্য আসবে না । আমরা সকলেই জানি পরিশ্রম এর ফল সাফল্য আর সাফল্যের কোন শর্টকার্ট রুলস নেই । তাই চ্যাপ্টার ভিত্তিক পড়ার পর কতটা আপনি আয়ত্ত করতে পারলেন তা বোঝার জন্য অবশ্যই মক টেস্ট এ অংশ গ্রহণ করবেন । 
এই পাতায় আমরা WBPSC FOOD Sub-Inspector Recruitment Exam এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজেশন (WB PSC Food SI Suggestions) হিসাবে শেয়ার করছি । আশা করি আসন্ন পরীক্ষাতে এই প্রশ্ন গুলি কাজে আসবে। তাহলে দেরি না করে পড়ে ফেলুন WB PSC Food SI Suggestions এর সমস্থ প্রশ্ন এবং উত্তর। 

 

WB PSC Food SI Suggestions

 

1. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? 
– ব্রাহ্মী ও খরোষ্ঠী। 
 
2. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত?
– শশাঙ্ক। 
 
3. খাদিপুর লিপি কার সময়কার?
– দেবপাল ।
 
4. হর্ষচরিত কার রচনা?
– হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষচরিত লেখেন।
 
5. রামচরিত কার লেখা? 
– সন্ধ্যাকার নন্দী রামচরিত লেখেন।
 
6. তহকিক – ই – হিন্দ কার রচনা?
– আল বেরুনী
 
7. ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন ?
– মহম্মদ বিন তুঘলক এর সময়ে ইবন বতুতা ভারতে আসেন।
 
8. মহাবীরের পিতার নাম কি ?
– সিদ্ধার্থ।
 
9. মহাবীর কার নিকট সন্ন্যাস গ্রহণ করেন?
– গোসাল ।
 
10. মহাবীর কত সালে মারা যান?
– 468 খ্রিস্টপূর্বাব্দে।
 
11. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?
– অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়।
 
12. গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন?
– গৌতম বুদ্ধ 566 খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী তে জন্মগ্রহণ করেন। 
 
13. গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমতা প্রচার করেন কোথায়?
– সারনাথে
 
14. গৌতম বুদ্ধ কত সালে দেহত্যাগ করেন?
– 484  খ্রিস্টপূর্বাব্দে। 
 
15. গৌতমবুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
– কুশি নগরে।
 
16. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
– আলেকজান্ডার 327-326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন।
 
17. আলেকজান্ডারের শিক্ষকের নাম কি?
– অ্যারিস্টটল হলেন আলেকজান্ডারের শিক্ষক।
 
18. শকারি কার উপাধি ?
– দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
 
19. কনিষ্কের রাজধানীর নাম কি?
– পুরুষপুর বা পেশোয়ার।
 
20. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?
– সমুদ্র গুপ্তের সভাকবি হরিসেন লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি ।
 
21. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
 
22. গীতগোবিন্দ এর রচয়িতা কে?
– জয়দেব রচনা করেন গীতগোবিন্দ।
 
23. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
– কুতুবউদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা।
 
24. লাক্স বক্স কাকে বলা হত?
– কুতুব উদ্দিন লাক্স বক্স।
 
25. জুনা খা কার প্রকৃত নাম?
– মহম্মদ বিন তুঘলক এর প্রকৃত নাম জুনা খাঁ।
 
26. দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন?
– ইলতুৎমিস।
 
27. দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
– ইলতুৎমিস।
 
28. সারনথ তো স্তম্ভ কে নির্মাণ করেন ?
– সম্রাট অশোক।
 
29. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কি?
– ওয়াজির।
 
30. মুঘল আমলে নির্মিত রানী বাগ কোথায় অবস্থিত?
– অগ্রা তে। 
 
31. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল?
– আকবর। 
 
32. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন?
– শিবাজী ।
 
33. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
– জয়নাল আবেদীন।
 
34. বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
– মৈথিলী।
 
35. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল?
– দাম। 
 
36. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? 
– বেবাদল খাঁ।
 
37. মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে?
– হাজী ইব্রাহীম।
 
38. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
– ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে। 
 
39. তৃতীয় শিখ গুরুর নাম কি?
– অমর দাস 
 
40. বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কবে চালু করা হয়?
– 1853 সালে।
 
41. 1854 সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় ?
– রিষড়া।
 
42. ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে?
– 1916 সালে। 
 
43. লোকহিতবাদী কার ছদ্মনাম?
– গোপাল হরি দেশমুখ। 
 
44. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
– সৈয়দ আহমেদ খাঁ।
 
45. সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা কবে স্থাপিত হয
– 1876 সালে।
 
46. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
– অক্ষয় কুমার দত্ত পরবর্তীকালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
 
47. মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
– লোকমান্য বালগঙ্গাধর তিলক।
 
48. ভারতের আত্মা বইটি কার লেখা?
– বিপিনচন্দ্র পাল।
 
49. ইন্ডিয়া হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
– শ্যামজি কৃষ্ণবর্মা।
 
50. কোন সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়?
– 1911 সালে । 
 
51. পার্বত্য মূষিক নামে কে পরিচিত?
– শিবাজী।
 
52. কে প্রথম উর্দু কে কবিতার ভাষায় হিসেবে ব্যবহার করেন?
– আমির খসরু।
 
53. ভারতে কোথায় প্রথম গান্ধীজী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
– চম্পরণ।
 
54. সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল কবে?
– 1829 সালে। 
 
55. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
হরিহর ও বুক্কা ।
 
56. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
– ওয়ারেন হেস্টিংস।
 
57. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
– লর্ড ওয়েলেসলি।
 
58. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন কে ?
– লর্ড ডালহৌসি।
 
59. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
– লর্ড কর্নওয়ালিস।
 
60.   ভারতের কোন স্থানের স্থানের সময় কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়?
– এলাহাবাদ।
 
61. রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
– হিমাচল প্রদেশ।
 
62. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
– আরাবল্লী।
 
63. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
– গুরু শিখর।
 
64. ধুয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
– নর্মদা নদী থেকে।
 
65. গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে যে হ্রদ অবস্থিত তার নাম কি?
– কোলার হ্রদ।
 
66. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত এর নাম কি?
– শিবসমুদ্রম।
 
67. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কি?
– তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং  দুঙ্গা হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি।
 
68. ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
– উত্তর প্রদেশের দেরাদুনে।
 
69. ONGC বা অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে স্থাপিত হয়?
– 1955 সালে। 
 
70. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে?
– মুম্বাইকে।
 
71. ডলফিন্স নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেশিত বন্দুকটি কোনটি?
– বিশাখাপত্তনাম।
 
72. করলা নদী কোন জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে?
– জলপাইগুড়ি।
 
73. গডউইন অস্টিন কোন পর্বত শ্রেণীর শৃঙ্গ?
– কারাকোরাম।
 
74. ভারতের প্রথম কাগজ কল কোথায় তৈরি হয়?
– পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
 
75. কোনো বিল অর্থ বিল কিনাসিদ্ধান্ত নেন কে?
– লোকসভার স্পিকার।
 
76. সংসদের দুটি অধিবেশনের অন্তর্বর্তীকাল সর্বাধিক কত হতে পারে ?
– 6মাস।
 
77.  রাজ্যসভার চেয়ারম্যান কে ?
– উপ রাষ্ট্রপতি ।
 
78. রাজ্য সভার কার্যকাল কত?
– 6 বছর।
 
79. ভারতের প্রথম স্পিকারের পথটি কে অলংকৃত করেছিলেন?
– জি ভি মভলঙ্কার
 
80. ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে কয়টি ভাষার উল্লেখ আছে?
– 18 টি। 
 
81. নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক পরিচিত লাভ করে কোন সালে ?
– 1940 সালে।
 
82. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়?
– পশ্চিম জার্মানি।
 
83. কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়?
– 1935 সালের 1 এপ্রিল।
 
84. কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?
– শর্করা 
 
85. হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন?
– 120 দিন । 
 
86. মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
– লিভার। 
 
87. কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়?
– লাইসোজোম। 
 
88. ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি?
– ক্লোরোফ্লুরো কার্বন
 
89। বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___
– সোডিয়াম বাই কার্বোনেট। 
 
90. ভারী জল কি ?
– ডয়টোরিয়াম অক্সাইড। 
 
91. মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে?
– আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 
 
92. কোন গ্রহের আহ্নিক গতির বেগ সব থেকে কম?
– শুক্র গ্রহ । 
 
93. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে?
– মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে । 
 
94. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি?
– জল । 
 
95. কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
– রবীন্দ্র নাথ ঠাকুর। 
 
96. ভারতের প্রথম আই সি এস অফিসার কে ?
– সত্যেন্দ্রনাথ ঠাকুর। 
 
 
97. ভারতের প্রথম মহাকাশচারী কে ?
– রাকেশ শর্মা। 
 
98. কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
– মিহির সেন। 
 
99. প্রথম কোন হলিউড চলচিত্র হিন্দীতে অনুবাদ করা হয়েছিল?
– জুরাসিক পার্ক। 
 
100. ভারতে প্রথম কোন নির্বাচনে ভোটদানে সময় অমোছনীয় কালির ব্যবহার শুরু হয়?
– ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে। 
 
101. “দ্য লাম্প অফ লাইফ” কার আত্মজীবনী?
– রাসকিন বন্ড। 
 
102. বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয়?
– ২১ ফেব্রুয়ারি। 
 
103. ভারত পর্যটন দিবস কোন দিন পালন করা হয়?
– ২৫ জানুয়ারি। 
 
104. জাতীয় প্রতিরক্ষা দিবস কোন দিন পালন করা হয়?
– ৩ মার্চ। 
 
105. জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়?
– ২৮ ফেব্রুয়ারি। 
 
106. বিশ্ব ঐতিহ্য দিবস কোন দিন পালন করা হয়?
– ১৮ এপ্রিল। 
 
107. আন্তর্জাতিক শ্রমিক দিবস কোন দিন পালন করা হয়?
– ১ মে। 
 
108. বিশ্ব পিতৃদিবস কোন দিন পালন করা হয়?
– ২০ জুন। 
 
109. বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিন পালন করা হয়?
– ৮ সেপ্টেম্বর। 
 
110. কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন?
– অ্যাডলফ ই ফিক। 
 
111. ফিঙ্গার প্রিন্ট কে আবিষ্কার করেন?
– ফ্রান্সিস গেলটন। 
 
112. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
– টমাস এডিসন। 
 
113. “ What Bengals think today, India will think tomorrow” – কার উক্তি?
– গোখলে। 
 
114. “ Light is the shadow of God” – কার উক্তি?
– প্লেটো । 
 
115. “আমার জীবনই আমার বানী”  – কার উক্তি?
– মহাত্মা গান্ধী। 
 
116. “বাংলার বাঘ” নামে কে পরিচিত?
– আশুতোষ মুখার্জী। 
 
117. “দেশপ্রাণ” নামে কে পরিচিত?
– বীরেন্দ্রনাথ শাসমল  
 
118. “এশিয়ার আলো” কাকে বলা হয়?
– গৌতম বুদ্ধ  । 
 
119. ‘টেনিদা’ চরিত্রের স্রষ্টা কে?
– নারায়ণ গঙ্গোপাধ্যায়। 
 
120. গোবি কোন মহাদেশে অবস্থিত?
– এশিয়া। 

 

Visited 53 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now