WB Food SI
Last Minute Suggestions – General Studies
WB PSC Food SI Suggestions |
WB PSC Food SI Suggestions: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত যে পরীক্ষাগুলি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফুড সাব – ইন্সপেক্টরের পরীক্ষা । লাখ লাখ যুবক যুবতী এই Food SI পরীক্ষার জন্য আবেদন করে থাকে । কিন্তু সেই তুলনায় শুন্যপদ অনেকটাই কম থাকে । তাই এই পরীক্ষাতে সাফল্য পেতে হলে একটু সজাগ হয়ে প্রস্তুতি শুরু করা দরকার । ফুড এস আই পরীক্ষার ধরণ, সিলেবাস, পূর্বের বছরের পরীক্ষার সমাধান আমরা আগেই দিয়েছি, আশা করি সেগুলি রপ্ত করেছেন আপনার। সিলেবাস ফলো করে চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা না করলে সাফল্য আসবে না । আমরা সকলেই জানি পরিশ্রম এর ফল সাফল্য আর সাফল্যের কোন শর্টকার্ট রুলস নেই । তাই চ্যাপ্টার ভিত্তিক পড়ার পর কতটা আপনি আয়ত্ত করতে পারলেন তা বোঝার জন্য অবশ্যই মক টেস্ট এ অংশ গ্রহণ করবেন ।
এই পাতায় আমরা WBPSC FOOD Sub-Inspector Recruitment Exam এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজেশন (WB PSC Food SI Suggestions) হিসাবে শেয়ার করছি । আশা করি আসন্ন পরীক্ষাতে এই প্রশ্ন গুলি কাজে আসবে। তাহলে দেরি না করে পড়ে ফেলুন WB PSC Food SI Suggestions এর সমস্থ প্রশ্ন এবং উত্তর।
-
-
-
- Join Our Telegram Channel – Click Here
- Join Our Whatsapp Group – Click Here
-
-
WB PSC Food SI Suggestions
1. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত?
– ব্রাহ্মী ও খরোষ্ঠী।
2. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত?
– শশাঙ্ক।
3. খাদিপুর লিপি কার সময়কার?
– দেবপাল ।
4. হর্ষচরিত কার রচনা?
– হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষচরিত লেখেন।
5. রামচরিত কার লেখা?
– সন্ধ্যাকার নন্দী রামচরিত লেখেন।
6. তহকিক – ই – হিন্দ কার রচনা?
– আল বেরুনী
7. ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন ?
– মহম্মদ বিন তুঘলক এর সময়ে ইবন বতুতা ভারতে আসেন।
8. মহাবীরের পিতার নাম কি ?
– সিদ্ধার্থ।
9. মহাবীর কার নিকট সন্ন্যাস গ্রহণ করেন?
– গোসাল ।
10. মহাবীর কত সালে মারা যান?
– 468 খ্রিস্টপূর্বাব্দে।
11. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?
– অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়।
12. গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন?
– গৌতম বুদ্ধ 566 খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী তে জন্মগ্রহণ করেন।
13. গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমতা প্রচার করেন কোথায়?
– সারনাথে
14. গৌতম বুদ্ধ কত সালে দেহত্যাগ করেন?
– 484 খ্রিস্টপূর্বাব্দে।
15. গৌতমবুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
– কুশি নগরে।
16. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
– আলেকজান্ডার 327-326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন।
17. আলেকজান্ডারের শিক্ষকের নাম কি?
– অ্যারিস্টটল হলেন আলেকজান্ডারের শিক্ষক।
18. শকারি কার উপাধি ?
– দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
19. কনিষ্কের রাজধানীর নাম কি?
– পুরুষপুর বা পেশোয়ার।
20. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?
– সমুদ্র গুপ্তের সভাকবি হরিসেন লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি ।
21. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
22. গীতগোবিন্দ এর রচয়িতা কে?
– জয়দেব রচনা করেন গীতগোবিন্দ।
23. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
– কুতুবউদ্দিন আইবক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা।
24. লাক্স বক্স কাকে বলা হত?
– কুতুব উদ্দিন লাক্স বক্স।
25. জুনা খা কার প্রকৃত নাম?
– মহম্মদ বিন তুঘলক এর প্রকৃত নাম জুনা খাঁ।
26. দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন?
– ইলতুৎমিস।
27. দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
– ইলতুৎমিস।
28. সারনথ তো স্তম্ভ কে নির্মাণ করেন ?
– সম্রাট অশোক।
29. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কি?
– ওয়াজির।
30. মুঘল আমলে নির্মিত রানী বাগ কোথায় অবস্থিত?
– অগ্রা তে।
31. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল?
– আকবর।
32. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন?
– শিবাজী ।
33. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
– জয়নাল আবেদীন।
34. বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
– মৈথিলী।
35. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল?
– দাম।
36. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন?
– বেবাদল খাঁ।
37. মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে?
– হাজী ইব্রাহীম।
38. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
– ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে।
39. তৃতীয় শিখ গুরুর নাম কি?
– অমর দাস
40. বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কবে চালু করা হয়?
– 1853 সালে।
41. 1854 সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় ?
– রিষড়া।
42. ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে?
– 1916 সালে।
43. লোকহিতবাদী কার ছদ্মনাম?
– গোপাল হরি দেশমুখ।
44. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
– সৈয়দ আহমেদ খাঁ।
45. সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা কবে স্থাপিত হয
– 1876 সালে।
46. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
– অক্ষয় কুমার দত্ত পরবর্তীকালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
47. মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
– লোকমান্য বালগঙ্গাধর তিলক।
48. ভারতের আত্মা বইটি কার লেখা?
– বিপিনচন্দ্র পাল।
49. ইন্ডিয়া হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
– শ্যামজি কৃষ্ণবর্মা।
50. কোন সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়?
– 1911 সালে ।
51. পার্বত্য মূষিক নামে কে পরিচিত?
– শিবাজী।
52. কে প্রথম উর্দু কে কবিতার ভাষায় হিসেবে ব্যবহার করেন?
– আমির খসরু।
53. ভারতে কোথায় প্রথম গান্ধীজী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
– চম্পরণ।
54. সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল কবে?
– 1829 সালে।
55. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
হরিহর ও বুক্কা ।
56. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
– ওয়ারেন হেস্টিংস।
57. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
– লর্ড ওয়েলেসলি।
58. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন কে ?
– লর্ড ডালহৌসি।
59. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
– লর্ড কর্নওয়ালিস।
60. ভারতের কোন স্থানের স্থানের সময় কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়?
– এলাহাবাদ।
61. রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
– হিমাচল প্রদেশ।
62. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
– আরাবল্লী।
63. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
– গুরু শিখর।
64. ধুয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
– নর্মদা নদী থেকে।
65. গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে যে হ্রদ অবস্থিত তার নাম কি?
– কোলার হ্রদ।
66. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত এর নাম কি?
– শিবসমুদ্রম।
67. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কি?
– তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং দুঙ্গা হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি।
68. ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
– উত্তর প্রদেশের দেরাদুনে।
69. ONGC বা অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে স্থাপিত হয়?
– 1955 সালে।
70. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে?
– মুম্বাইকে।
71. ডলফিন্স নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেশিত বন্দুকটি কোনটি?
– বিশাখাপত্তনাম।
72. করলা নদী কোন জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে?
– জলপাইগুড়ি।
73. গডউইন অস্টিন কোন পর্বত শ্রেণীর শৃঙ্গ?
– কারাকোরাম।
74. ভারতের প্রথম কাগজ কল কোথায় তৈরি হয়?
– পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
75. কোনো বিল অর্থ বিল কিনাসিদ্ধান্ত নেন কে?
– লোকসভার স্পিকার।
76. সংসদের দুটি অধিবেশনের অন্তর্বর্তীকাল সর্বাধিক কত হতে পারে ?
– 6মাস।
77. রাজ্যসভার চেয়ারম্যান কে ?
– উপ রাষ্ট্রপতি ।
78. রাজ্য সভার কার্যকাল কত?
– 6 বছর।
79. ভারতের প্রথম স্পিকারের পথটি কে অলংকৃত করেছিলেন?
– জি ভি মভলঙ্কার
80. ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে কয়টি ভাষার উল্লেখ আছে?
– 18 টি।
81. নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক পরিচিত লাভ করে কোন সালে ?
– 1940 সালে।
82. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়?
– পশ্চিম জার্মানি।
83. কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়?
– 1935 সালের 1 এপ্রিল।
84. কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?
– শর্করা
85. হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন?
– 120 দিন ।
86. মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
– লিভার।
87. কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়?
– লাইসোজোম।
88. ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি?
– ক্লোরোফ্লুরো কার্বন
89। বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___
– সোডিয়াম বাই কার্বোনেট।
90. ভারী জল কি ?
– ডয়টোরিয়াম অক্সাইড।
91. মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে?
– আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
92. কোন গ্রহের আহ্নিক গতির বেগ সব থেকে কম?
– শুক্র গ্রহ ।
93. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে?
– মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে ।
94. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি?
– জল ।
95. কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
– রবীন্দ্র নাথ ঠাকুর।
96. ভারতের প্রথম আই সি এস অফিসার কে ?
– সত্যেন্দ্রনাথ ঠাকুর।
97. ভারতের প্রথম মহাকাশচারী কে ?
– রাকেশ শর্মা।
98. কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
– মিহির সেন।
99. প্রথম কোন হলিউড চলচিত্র হিন্দীতে অনুবাদ করা হয়েছিল?
– জুরাসিক পার্ক।
100. ভারতে প্রথম কোন নির্বাচনে ভোটদানে সময় অমোছনীয় কালির ব্যবহার শুরু হয়?
– ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে।
101. “দ্য লাম্প অফ লাইফ” কার আত্মজীবনী?
– রাসকিন বন্ড।
102. বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয়?
– ২১ ফেব্রুয়ারি।
103. ভারত পর্যটন দিবস কোন দিন পালন করা হয়?
– ২৫ জানুয়ারি।
104. জাতীয় প্রতিরক্ষা দিবস কোন দিন পালন করা হয়?
– ৩ মার্চ।
105. জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়?
– ২৮ ফেব্রুয়ারি।
106. বিশ্ব ঐতিহ্য দিবস কোন দিন পালন করা হয়?
– ১৮ এপ্রিল।
107. আন্তর্জাতিক শ্রমিক দিবস কোন দিন পালন করা হয়?
– ১ মে।
108. বিশ্ব পিতৃদিবস কোন দিন পালন করা হয়?
– ২০ জুন।
109. বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিন পালন করা হয়?
– ৮ সেপ্টেম্বর।
110. কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন?
– অ্যাডলফ ই ফিক।
111. ফিঙ্গার প্রিন্ট কে আবিষ্কার করেন?
– ফ্রান্সিস গেলটন।
112. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
– টমাস এডিসন।
113. “ What Bengals think today, India will think tomorrow” – কার উক্তি?
– গোখলে।
114. “ Light is the shadow of God” – কার উক্তি?
– প্লেটো ।
115. “আমার জীবনই আমার বানী” – কার উক্তি?
– মহাত্মা গান্ধী।
116. “বাংলার বাঘ” নামে কে পরিচিত?
– আশুতোষ মুখার্জী।
117. “দেশপ্রাণ” নামে কে পরিচিত?
– বীরেন্দ্রনাথ শাসমল
118. “এশিয়ার আলো” কাকে বলা হয়?
– গৌতম বুদ্ধ ।
119. ‘টেনিদা’ চরিত্রের স্রষ্টা কে?
– নারায়ণ গঙ্গোপাধ্যায়।
120. গোবি কোন মহাদেশে অবস্থিত?
– এশিয়া।
Visited 49 times, 1 visit(s) today