50 GK Questions and Answers Part 2

50 GK Questions and Answers Part 2: যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ শুধুই যে জানা দরকার তা কিন্তু নয়, গভীরভাবে জানা দরকার। আর গভীরভাবে জানতে হলে, বুঝতে হলে দরকার পর্যাপ্ত সময়ের। আর সেই পর্যাপ্ত সময়ের অভাব হয় পরীক্ষার সময় ।

50 GK Questions and Answers Part 2

আমরা প্রায়ই সবাই, পরীক্ষা যখন দরজার কাছে এসে কড়া নাড়ে তখন আমরা রাত জেগে চোখের নিচে কালো করে ফেলি বটে কিন্তু মনের মধ্যে সেই সাহস নিয়ে বলতে পারিনা যে আসন্ন পরীক্ষায় পাশ করবো। কারন পরীক্ষা যখন আসন্ন তখন পর্যাপ্ত সময়ের অভাবে গভীরভাবে সব বিষয়ের প্রত্যেক চ্যাপ্টার পড়ার মানসিক বল থাকে না । তাই আসন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে 50 GK Questions and Answers Part 2 শেয়ার করছি। আশা করি কিছু না কিছু প্রশ্ন কমন পাবেন।

ইতিমধ্যেই আমরা 50 GK Questions and Answers Part 1 শেয়ার করেছি। 50 GK Questions and Answers Part 2 এর এই 50টি প্রশ্ন পড়ার আগে যদি পার্ট 1 এর প্রশ্নগুলি না পড়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে পড়ে নিন। তবে কিছু পরীক্ষা যেহেতু অনেক দিন পরে হবে তাই এই প্রশ্নগুলি পড়ার সাথে সাথে সময় করে চ্যাপ্টার ধরে ডেসক্রিপটিভ নোটস পরবেন। আমরা বিষয় ভিত্তিক চ্যাপ্টার অনুযায়ী ডেসক্রিপটিভ নোটস শেয়ার করছি সেগুলি অবশ্যই ফলো করবেন । তাহলে দেরি না করে পড়ে ফেলুন 50 GK Questions and Answers Part 2

পার্ট 1 পড়ার জন্য ক্লিক করুন  GK Questions and Answers Part 1

50 GK Questions and Answers Part 2

1.টোডো উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ নীল গিরি পার্বত্য অঞ্চলে।

2. কোন দুটি নদী মিলিত হতে রূপনারায়ন নদী সৃষ্টি হয়েছে?

উত্তরঃ দারকেশ্বর ও শিলাই

4. হেক্টর প্রতি আখ উৎপাদন বেশী

উত্তরঃ তামিলনাড়ু

5. বানিজ্য বায়ু কাকে বলে?

উত্তরঃ আয়ন বায়ুকে

6.  সরমতী নদীর উৎপত্তি স্থল কোথায়?

উত্তরঃ আরাবল্লি পর্বতে

7.  ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

উত্তরঃ  হীরাকুঁদ

8. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত?

উত্তরঃ বড়ো আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে

9. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

10. গঙ্গার ডান তীরের উপনদী কোনটি?

উত্তরঃ শোন

11. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?

উত্তরঃ রাজঘাট

12.  পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?

উত্তরঃ  গ্রিক বিজ্ঞানীরা

13.  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ আনাইমুদি

14. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?

উত্তরঃ 11 জুলাই

15. চারমিনার কোন শহরে অবস্থিত?

উত্তরঃ হায়দ্রাবাদ

16. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ জিয়াউদ্দীন বরণী।

17.কবে, কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তরঃ ১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন।

18. কবে, কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তরঃ ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন।

19. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত?

উত্তরঃ আমীর খসরু।

উত্তরঃ. কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?

উত্তরঃ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।

21.কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন?

উত্তরঃ চৈনিক দূত মা-হুয়ান।

22. কে কবে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা করেন? তাঁর রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ ১৩৪৭ খ্রী হাসান বা জাফর খাঁ। তাঁর রাজধানী ছিল গুলবর্গায়।

23. বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তরঃ নরসিংহ। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।

24.আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ কৃষ্ণদেব রায়।

25. বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ
উত্তর: লেক সুপিরিয়র

26. রবিন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটি প্রথম ইংরাজিতে প্রকাশ করা হয় ?
উত্তর: বিচারক।

27. রবার্ট হুক কত খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন ?
উত্তর: ১৬৬৭ খ্রিস্টাব্দে।

28. দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তিরন্দাজি।

29. মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দৌড়।

30. IIT খড়গপুরের উদ্বোধন কত সালে হয় ?
উত্তর: ১৯৫১ সালে

31. NATO-র সদর দপ্তর কোথায় ?
উত্তর: ব্রাসেলস

32. কনিষ্ক কার ছদ্মনাম ?
উত্তর: রাম বসু

33. WAN পুরো কথা কী ?
উত্তর: ওয়াইড এরিয়া নেটওয়ার্ক

34. দাবা খেলা প্রচলন করে কোন দেশ ?
উত্তরঃ ভারত ।

35.এলনিনোর প্রভাবে কোন মহাদেশে বন্যার আশঙ্কা দেখা যায়?

উত্তরঃ : লাতিন আমেরিকা |

36.মির্জা গালিব কোন মুঘল সম্রাটের সমসাময়িক?

উত্তরঃ  বাহাদুর সহ জাফর |

37.ক্লোরোফিল সূর্যালোকের কোন তরঙ্গ শোষণ করে?

উত্তরঃ লাল ও নীল |

38.সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি একটি রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন?

উত্তরঃ  360 ধারায়।

39. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি রূপে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তরঃ  জাকির হোসেন।

40. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া কোনটি ?

উত্তরঃ গুরু শিখর।

41. ঔরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেছিলেন তখন মারাঠাদের নেতৃত্ব কার কাছে ছিল ?

উত্তরঃ তারাবাঈ।

42. দৈর্ঘ্য বরাবর তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না ?

উত্তরঃ  শূন‍্য।

43. কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণ?

উত্তরঃ তামা ও টিন

44. কোন গ্যাস গুলি মূলত অম্ল বৃষ্টির জন্য দায়ী ?

উত্তরঃ সালফার ডাই অক্সাইড

45. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি ?

উত্তরঃ ফেনোল

46. পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি ?

উত্তরঃ ইউরিয়া।

47. মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কি থেকে পাওয়া যায় ?

উত্তরঃ পেট্রোলিয়াম।

48. কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনের স্টিলের চেয়ে অর্ধেক কম?

উত্তরঃ  টাইটেনিয়াম

49. জলের ফোটা গোল হয় পদার্থের কোন ধর্মের জন্য ?

উত্তরঃ পৃষ্ঠটান এর জন্য।

50. অ্যালকোহল এ কি কি মৌল থাকে ?

উত্তরঃ কার্বন ,হাইড্রোজেন ও অক্সিজেন।

আশা করি 50 GK Questions and Answers Part 2 এর এই ৫০টি প্রশ্ন পড়ার পর আপনারা কিছু জানা প্রশ্নের সাথে সাথে কিছু অজানা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এভাবেই যদি ৫০ টি করে এক একটি সেট প্রাকটিস করতে থাকেন, আসন্ন পরীক্ষায় আপনি উত্তীর্ণ অবশ্যই হবেন।

Visited 106 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment