Indus Valley Civilization MCQ

সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা 

প্রাচীন ভারতের ইতিহাস MCQ 

Indus Valley Civilization MCQ
Indus Valley Civilization MCQ

 

Indus Valley Civilization MCQ: আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সিন্ধু   বা হরপ্পা সভ্যতা ও মেহের গড় সভ্যতা থেকে কিছু  MCQ প্র্রশ্ন ও উত্তর আপনাদের সাথে শেয়ার করবো । (Indus Valley Civilization MCQ in Bengali)
এই প্র্র্রশ্ন গুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । সিন্ধু বা হরপ্পা সভ্যতা  থেকে  যে প্রশ্ন গুলি দেওয়া হয়েছে সেগুলি খুব মনোযোগ সহকারে পড়ে তবেই সঠিক উত্তরটি চারটি অপশন থেকে বেছে নেবেন। শেষে Show  Answer এ ক্লিক করে সঠিক উত্তর টি যাচাই করে নেবেন।
এই Indus Valley Civilization MCQ প্রশ্ন গুলি WBPSC, WBSSC PT, WBCS, etc পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাহলে দেরি না করে নিজের জ্ঞান যাচাই করে নিন নিচের প্রশ্ন গুলির মাধ্যমে।

 

সিন্ধু সভ্যতা MCQ 

 

1. হরপ্পা সংস্কৃতি পূর্ব থেকে পশ্চিমে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার  ছিল?




Answer is A)
১৬০০ কিমি

 

2. হরপ্পা সংস্কৃতি উত্তর দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার  ছিল?




Answer is D)
১১০০ কিমি

 

3. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?




Answer is C)
মহেন জো দারো

 

4. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু টির ব্যবহার অজানা ছিল ?




Answer is B)
লোহা

 

5. সিন্ধু সভ্যতার বিখ্যাত প্রত্নক্ষেত্র কালিবঙ্গান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?




Answer is D)
রাজস্থান

 

6. মেহেরগর সভ্যতা টি কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?




Answer is B)
বোলান নদী

 

7. হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয় কোন সালে ?




Answer is C)
১৯২১

 

8. হরপ্পার রুপার প্র্রত্নক্ষেত্র টি কোথায় অবস্থিত ?




Answer is B)
পাঞ্জাবে

 

9. সিন্ধু সভ্যতার বিখ্যাত প্রাচীনতম বন্দর কোনটি ?




Answer is C)
লোথাল

 

10. হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?




Answer is A)
ইরাবতী

 

11. হরপ্পা শব্দের অর্থ কি?




Answer is D)
পশুপতির খাদ্য

 

12. সিন্ধু সভ্যতার ইট ভাঁটার নিদর্শন পাওয়া গেছে ?




Answer is C)
A ও B উভয়েই .

 

13. হরপ্পা বনিকদের যে নামে ডাকা হত __________




Answer is B)
পণি .

 

14. হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র রুপার কোন নদীর তীরে অবস্থিত ?




Answer is C)
শতদ্রু.

 

15. হরপ্পা সভ্যতার অধিবাসীদের কি বলা হত?




Answer is B)
মেলুহা

 

16. হরপ্পা সভ্যতার অধিবাসীদের কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল?




Answer is D)
সুমের .

 

17. হরপ্পা বা সিন্ধু সভ্যতার কোন স্থান টি পুূর্বে অবস্থিত ?




Answer is D)
আলমগির পুর .

 

18. হরপ্পা সভ্যতার সব থেকে নতুন আবিষ্কৃত স্থানটির নাম কি?




Answer is A)
ঢোলাবিরা

 

19. মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে?




Answer is C)
জে এফ জারিজ

 

20. হরপ্পা সভ্যতার নগর গুলির প্রবেশদ্বার কোন দিকে থাকত?




Answer is A)
উত্তর দিকে


Visited 16 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment