The Mauryan Empire MCQ

 The Mauryan Empire

ভারতের ইতিহাসমৌর্য সাম্রাজ্য 

MCQ প্রশ্ন ও উত্তর 

The Mauryan Empire MCQ
ভারতের ইতিহাস । মৌর্য সাম্রাজ্য
The Mauryan Empire MCQ: আজ আমরা ইতিহাস বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মৌর্য সাম্রাজ্য(The Mauryan Empire) থেকে কিছু MCQ প্রশ্ন ও উত্তর  শেয়ার করছি। এই চ্যাপ্টার এর মূল বিষয়বস্তু হল প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটের প্রচলিত রীতি নীতি , যুদ্ধের কাহিনী এবং সাম্রাজ বিস্তার। (The Mauryan Empire MCQ Bengali)
 মৌর্য সাম্রাজ থেকে  প্রায় প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তাই মৌর্য বংশ এর এই প্রশ্ন ও উত্তর  (The Mauryan Empire MCQ )  সেট টি আসন্ন পরীক্ষার জন্য খুবই উপযোগী।

 

প্রাচীন ভারতের ইতিহাস – মৌর্য সাম্রাজ্য MCQ (The Mauryan Empire MCQ)

1. নন্দ বংশের উচ্ছেদ সাধন করেন




Answer is C)
চন্দ্রগুপ্ত মৌর্য

 

2. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয় ?




Answer is C)
চন্দ্রগুপ্ত মৌর্য

 

3. কৌটিল্যের অর্থ শাস্ত্র থেকে মৌর্য যুগের কোন বিষয়টি সম্পর্কে জানা যায় ?




Answer is B)
অর্থনৈতিক অবস্থা

 

4. নিম্ন লিখিত কোনটি অশোকের সাম্রজ্যভুক্ত ছিল না ?




Answer is B)
শ্রীলঙ্কা

 

5. শিলা লিপিতে অশোক নিজেকে কি নামে অভিহিত করেন ?




Answer is D)
দেবনাম প্রিয় প্রিয়দর্শী

 

6. অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে ?




Answer is B)
প্রিন্সেপ

 

7. অমিত্রঘাত নামে পরিচিত কে ছিলেন ?




Answer is A)
বিন্দুসার

 

8. সেলুকাস কন্যা হেলেনার সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয় ?




Answer is D)
চন্দ্রগুপ্ত মৌর্য

 

9. মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কি বলা হত ?




Answer is B)
গ্রামিক

 

10. চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসন আরোহণ করেন ?




Answer is A)
324 সালে

 

11. অশোক কলিঙ্গ জয় করেন ?




Answer is B)
261 খ্রিস্টপুর্বাব্দে

 

12. মৌর্য বংশের পরে কোন বংশ রাজত্ব করেছিল ?




Answer is B)
শুঙ্গ বংশ .

 

13. চন্দ্রগুপ্তের বিখ্যাত গুরু চাণক্য কোন বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন ?




Answer is A)
তক্ষশীলা .

 

14. দ্বিতীয় অশোক কাকে বলা হয় ?




Answer is C)
কনিস্ক

 

15. কাদম্বরী কার লেখা ?




Answer is B)
বানভট্ট .

 

16. মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল ?




Answer is A)
পাটলিপুত্র .

 

17. কোন গ্রিক দূত মৌর্য বংশের রাজসভায় এসেছিলেন ?




Answer is B)
মেগাস্থিনিস .

 


Visited 55 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment