WB Primary TET Bnegali Model Questions Answers

 বাংলা

পর্ষদ কর্তৃক প্রকাশিত বাংলা মডেল প্রশ্নের সমাধান 

(Solutions of WB Primary TET Model Questions )

WB Primary TET Bnegali Model Questions Answers
WB Primary TET Bnegali Model Questions Answers

 

WB Primary TET Bnegali Model Questions Answers: প্রাইমারি পর্ষদ ইতিমধ্যেই অফিসিয়াল প্রাইমারি টেট সিলেবাস প্রকাশ করেছে। সেই সিলেবাসের সাথে আগামী প্রাইমারি  টেট পরীক্ষার  মডেল প্রশ্ন  প্রকাশ (WB Primary TET Model Questions) করেছে । 
আমরা এই পাতায় প্রাইমারি  টেট পরীক্ষার  বাংলা  মডেল পেপারের উত্তর গুলি শেয়ার করছি (WB Primary TET Bnegali Model Questions Answers)
এর পর আমরা পেডাগজি, পরিবেশ , অঙ্ক বিষয়ের প্রাইমারি টেট  নমুনা প্র্রশ্নের উত্তর শেয়ার করবো । 
নিচের প্রাইমারি টেট পরীক্ষার মডেল প্রশ্নের  উত্তর সমূহ পড়ার পর এই ধরণের প্র্রশ্ন প্রাইমারি টেট সম্পর্কিত বই থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে প্রাকটিস করে নিন ।

 

  প্রাইমারি টেট বাংলা মডেল প্রশ্নের সমাধান 

 

নির্দেশঃ নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (1 থেকে 4 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুনঃ
বারাকপুরে কথকঠাকুরের ভিটেয় রেড়ির তেলের মদু আলোতে শীর্ণ শ্যামকান্তি এক দরিদ্র পাঁচালীকার খসখস করে পুঁথি লিখে চলেছেন। অবাক বিস্ময়ে চেয়ে আছে এক কিশোর। দূরে, দু’ হাঁটুতে মুখ রেখে বসে আছেন আর একজন। পিতা মহানন্দ, কিশোর বিভুতি, জননী মৃণালিনী।
অনেকক্ষণ স্মৃতির অতলে ডুবে থেকে এক সময় উঠে দাঁড়ালেন বিভূতিভুষণ। সেই ছোটবেলায় স্কুল পালিয়ে সইমাদের বকুলগাছটার হেলানো গুঁড়িতে শুয়ে শুয়ে যখন বাবার লেখা ‘পশ্চিমের ডায়েরি’ পড়তেন তখন থেকেই মনের মধ্যে একটি কল্পনার কাকলিমুখর পাখি বাসা বেঁধেছিল। এ-পর্যন্ত তা সামান্য ডানা ঝাপটেছে। এবার বুঝি চঞ্চল সে মুক্তির আকাঙ্ক্ষায়।
ইসমাইলপুরে কাছারির বাইরে কাশবনের কুয়াশার সঙ্গে জ্যোৎস্নালোক তখন অপূর্ব মায়া ছড়িয়েছে। অদ্ভুত নির্জন নিস্তব্ধ চারদিক। বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে। পূজার পিঁড়ি আনলেন। আনলেন ফুলচন্দন। তারপর – ‘বাবার পশ্চিম ভ্রমণের ডায়েরিটা ঠাকুরের পিঁড়িতে রেখে ফুলচন্দন মাখালেম। তিনি কি জানতেন তাঁর মৃত্যুর প্রায় পনের বছর পরে প্রথম যৌবনে তাঁর ছেড়া-খোঁড়া লেখা খাতাখানি বিহারের এক নির্জন কাশবনের চরের মধ্যে ফুলচন্দনে অর্চিত হবে ?’
উত্তরসাধক আজ পিতৃ-অর্চনায় বসেছেন তাঁর সাধনসিদ্ধির আশীর্বাদ প্রার্থনায়। বিহারের অরণ্যভূমির এক নির্জন রাত্রির নিস্তব্ধ পরিবেশে অকস্মাৎ যেন বারাকপুরের ইছামতী-সরস মৃত্তিকার শ্যামল সুবাস ভেসে আসে। পিতার দিনলিপিতে প্রণাম করলেন মহানন্দ-তনয়। একটি প্রতিজ্ঞা স্বাক্ষরিত হল পুত্রের দিনলিপিতে। তারিখটা এপ্রিল তিন, উনিশ শ’ পঁচিশ। বাংলা সতের বৈশাখ, তের শ’ বত্রিশ। ‘পথের পাঁচালী’ রচনার সংকল্প-দিবস। সূচনাদিবসও। ‘নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তরপ্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি’ দিয়ে শুরু।
সে-রাতে দিনলিপিতে লিখলেন, ‘জগতের অসংখ্য আনন্দের ভাণ্ডার উন্মুক্ত আছে। গাছপালা, ফুল, পাখি, উদার মাঠঘাট…..অস্তসূর্যের আলোয় রাঙা নদীতীর, অন্ধকার নক্ষত্রময়ী উদার শূন্য…জগতের শতকরা ৯৯ জন লোক এ আনন্দের অস্তিত্ব সম্বন্ধে মৃত্যুদিন পর্যন্ত অনভিজ্ঞই থেকে যায়।…
‘সাহিত্যিকের কাজ হচ্ছে এই আনন্দের বার্তা সাধারণের প্রাণে পৌঁছে দেওয়া। তারা ভগবানের প্রেরণা নিয়ে এই মহতী আনন্দবার্তা, এই অনন্ত জীবনের বাণী শোনাতে এসেছে…এই কাজ তাদের করতে হবেই…অস্তিত্বের এই শুধু সার্থকতা…।’
এ-এক মহৎ শপথ। পথের পাঁচালীতে বিভূতিভূষণ চাইছেন ‘অনন্ত জীবনের বাণী শোনাতে’। এ তো নেহাত গল্প-লেখা নয়। কয়েক পাতা লেখা হতেই কলকাতা চলে এলেন। গোলদীঘির ধারে এক সন্ধ্যায় পাতাগুলি মেলে ধরলেন নীরদ চৌধুরীর সামনে। দ্যাখো, হবে আমার ?
1. ‘বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে’ – ‘বাক্স খুলে’ – কী জাতীয় ক্রিয়াপদ ?




Answer is C)
প্রযোজক ক্রিয়া

 

2. ‘রাত্রি’র সমার্থক শব্দ – নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ?




Answer is B)
বিভাবরী, ক্ষণদা, ত্রিযামা, তমস্বিনী

 

3. ‘পথের পাঁচালী’ রচনার সূচনাদিবস –




Answer is C)
এপ্রিল তিন, উনিশ শ’ পঁচিশ। বাংলা সতের বৈশাখ, তের শ’ বত্রিশ

 

4. ‘উত্তরসাধক আজ পিতৃ-অর্চনায় বসেছেন তাঁর সাধনাসিদ্ধির আশীর্বাদ প্রার্থনায়’ – ‘আশীর্বাদ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ?




Answer is B)
আশীঃ + বাদ


 

নির্দেশঃ নিম্নলিখিত কবিতাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (5 থেকে 8 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুনঃ
পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
তোমার আমার দ্বারে বীণা হাতে এসেছিল হেসে
লয়ে তার কত গীত, কত মন্ত্র মন-ভুলাবার-
জাদু করিবার কত পুষ্পপত্ৰ-আয়োজনভার !
কুহুতানে হেঁকে গেছে, ‘খোলো ওগো, খোলো দ্বার খোলো।
কাজকর্ম ভোলো আছি, ভোলো বিশ্ব, আপনারে ভোলো’।
এসে এসে কত দিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া-
আমি ছিনু কোন্ কাজে, তুমি তারে দাও নাই সাড়া।
আজ তুমি চলে গেছ, সে এল দক্ষিণবায়ু বাহি,
আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাহি।
আনিছে সে দৃষ্টি তব, তোমার প্রকাশহীন বাণী,
মর্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি!
মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি,
তোমার বিচ্ছেদ তারে শূন্যঘরে আনে ডাকি ডাকি !

5.কুহুতানে দ্বার খোলার কথা বলার সাথে আর কী বলা হয়েছে ?




Answer is A)
কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব, আপনারে ভোলো

 

6.পাগল বসন্ত দিন কোন বেশে এসেছিল ?




Answer is B)
অতিথির বেশে

 

7. ‘আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাই’ – ‘ক্ষণকাল’ শব্দটির প্রতিশব্দ –




Answer is A)
মুহূর্তমাত্র

 

8. ‘মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি’ – যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্যঘরে ডাকা হল ?




Answer is D)
বিচ্ছেদে

 

9.সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয় ?




Answer is B)
অস্পষ্টতা

 

10.যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন তা হল –




Answer is A)
দক্ষতামূলক

 

11. ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয় ?




Answer is D)
চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা-সহায়ক প্রদীপনের ব্যবহার

 

12. শিক্ষা-সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয় ?




Answer is D)
শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না.


 

This page contains: Bengali Questions and Answers, Bengali Language,  Bangla TET MCQ, Bengali Model Questions  for TET, Bengali for Primary TET,   প্রশ্ন ও উত্তর বাংলা টেট , প্রশ্নোত্তরে বাংলা , Subjective pedagogy English, subjectwise pedagogy, টেট বাংলা নমুনা প্রশ্ন ও উত্তর


 

Visited 42 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment