RRB NTPC Syllabus

  RRB NTPC Syllabus 2024, CBT 1 and CBT 2 Syllabus, Exam Pattern

RRB NTPC Syllabus এবং পরীক্ষার ধরণ নিচের আর্টিকেলে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে।  যে সমস্ত পরীক্ষার্থী আবেদন করেছেন বা যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই দেখে নিন যে মোট কয়টি ধাপ আপনাকে পেরিয়ে আপনাকে চাকরি টা পেতে হবে। প্রত্যেকটি ধাপের পরীক্ষার ধরণ কেমন, কাদের টাইপিং টেস্ট দিতে হবে ইত্যাদি।

RRB NTPC Syllabus

RRB NTPC Syllabus 2024: Railway Recruitment Board (RRB) দ্বারা এই RRB NTPC পরীক্ষাটি হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। NTPC এর ফুল ফর্ম হলো Non-Technical Popular Categories. অর্থাৎ শুধুমাত্র নন টেকনিক্যাল পোস্ট গুলির জন্য এই নিয়োগটি হবে।

একবার  এই RRB Portal এ  রেজিস্ট্রেশন করলে RRB দ্বারা সমস্ত পরীক্ষার আবেদন আলাদা আলাদা ভাবে করতে হয়। কিন্তু মনে রাখবেন রেজিস্ট্রেশন হবে কেবলমাত্র একবার। যেমন একবার রেজিস্ট্রেশন করলেই Graduate Level এবং Under Graduate Level দুটি পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় সময় অবশ্যই সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক নাহলে কিন্তু কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে। তাই আমরা এই আর্টিকেলে RRB NTPC Graduate Level এবং RRB NTPC Under Graduate Level দুটি পরীক্ষারই সিলেবাস, নম্বর বিভাজন, পরীক্ষার ধরণ আপনাদের সাথে শেয়ার করছি।

RRB NTPC Syllabus 2024

RRB NTPC পরীক্ষার জন্য অনেকগুলি পোস্টের জন্য আবেদন গ্রহন করে। Graduate এবং Under Graduate Level পোস্টের জন্য দুটি আলাদা ভাবে আবেদন করতে হয়। Graduate Level পোস্টের জন্য 8113 টি ভ্যাকান্সি এবং Under Graduate Level পোস্টের জন্য 3445 টি ভ্যাকান্সি আছে। অর্থাৎ মোট  11158 টি ভ্যাকান্সির জন্য পরীক্ষা হবে। Graduate এবং UG এই দুটি Level এর পরীক্ষা অনলাইনে আলাদা আলাদা দিনে হবে।

Exam Conducting BodyRailway Recruitment Board (RRB)
Exam NameRailway Recruitment Board (RRB)
PostsNon-Technical Popular Categories (NTPC)
Vacancies 11558
CategorySyllabus
Mode of ExamOnline (Computer-Based Test)
Selection ProcessCBT 1, CBT 2, CBAT, Document Verification
Official websitehttp://www.rrbcdg.gov.in/

RRB NTPC Selection Process

RRB NTPC পরীক্ষা CBT1 এবং CBT2 দুটি পরীক্ষাই অনলাইনে হবে। সম্পূর্ণ পদ্ধতি নীচে দেওয়া হলো।

  1. 1st Stage Computer Based Test (CBT)
  2. 2nd Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/Computer-Based Aptitude Test (as applicable)
  4. Document Verification/Medical Examination

CBT1  এবং CBT2 পরীক্ষা হয়ে যাওয়ার পর পোস্ট অনুযায়ী স্কিল টেস্ট বা Aptitude Test বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যেমন –

Graduate Level: Senior Clerk cum Typist, Junior Account Assistant cum Typist এই দুটি পোস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট হবে কিন্তু Station Master পোস্টের জন্য Computer Based Aptitude হবে আর Goods Train Manager এবং Chief Commercial cum Ticket Supervisor এর জন্য শুধুমাত্র documents verification হবে।

Under Graduate Level: Junior Clerk cum Typist এবং  Accounts Clerk cum Typist এর জন্য টাইপিং স্কিল টেস্ট হবে কিন্তু Trains Clerk এবং Commercial cum Ticket Clerk এর জন্য শুধুমাত্র Documents Verification হবে।

RRB NTPC 2024 Exam Pattern

RRB NTPC 2024 যে দুটি পদ্ধতিতে হবে অর্থাৎ CBT1 এবং CBT2 এই দুটি পরীক্ষার সিলেবাস একই কিন্তু পরীক্ষার ধরণ আলাদা। দুটি পরীক্ষাতেই 3টি টপিক বা 3টি বিষয়ের উপর প্রশ্ন হবে। Mathematics (Arithmetic Ability), Reasoning & General Intelligence এবং  General Awareness এই 3টি বিষয়।  General Awareness এর মধ্যে বেশীরভাগ প্রশ্ন কিন্তু General Science থেকে আসে। তাই সাধারণ বিজ্ঞান বা General Science এর উপর বিশেষভাবে জোর দিতে হবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য Negative Marking 1/3 থাকবে।  CBT1 এবং  CBT2 পরীক্ষার নম্বর বিভাজন নীচের টেবিল থেকে দেখে নিন।

CBT1:

SubjectsNo. of QuestionsTotal MarksDuration
Mathematics3030
General Intelligence and Reasoning 303090 Mintues
General Awareness4040
Total100100

CBT2:

SubjectsNo. of QuestionsTotal MarksDuration
Mathematics3535
General Intelligence and Reasoning353590 Minutes
General Awareness 5050
Total120120

RRB NTPC Syllabus 2024 for CBT 1 and 2

তাহলে উপরের টেবিল থেকে দেখা যাচ্ছে যে  CBT 1 এ 100টি প্রশ্ন থাকবে  এবং CBT 2  এ 120টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি কোন কোন বিষয় থেকে হবে বা কোন কোন চ্যাপ্টার থেকে হবে টা নিচের সিলেবাস থেকে দেখে নিন।

A) Mathematics Syllabus for RRB NTPC:

  1. Number System
  2. Decimals
  3. Fractions
  4. LCM, HCF
  5. Ratio and Proportions
  6. Percentage
  7. Mensuration
  8. Time and Work
  9. Time and Distance
  10. Simple and Compound Interest
  11. Profit and Loss
  12. Elementary Algebra
  13. Geometry and Trigonometry
  14. Elementary Statistics

B) General Intelligence and Reasoning Syllabus for RRB NTPC:

  1. Analogies
  2. Completion of Number and Alphabetical Series
  3. Coding and Decoding
  4. Mathematical Operations
  5. Similarities and Differences
  6. Relationships
  7. Analytical Reasoning
  8. Syllogism
  9. Jumbling
  10. Venn Diagrams
  11. Puzzle
  12. Data Sufficiency
  13. Statement- Conclusion, Statement- Courses of Action
  14. Decision Making
  15. Maps
  16. Interpretation of Graphs

C) General Awareness Syllabus for RRB NTPC:

  1. Current Events of National and International Importance (Current Affairs)
  2. Games and Sports
  3. Art and Culture of India
  4. Indian Literature
  5. Monuments and Places of India
  6. General Science and Life Science (up to 10th CBSE)
  7. History of India and Freedom Struggle
  8. Physical, Social and Economic Geography of India and World
  9. Indian Polity and Governance- constitution and political system
  10. General Scientific and Technological Developments including Space and Nuclear
  11. Program of India
  12. UN and Other important World Organizations
  13. Environmental Issues Concerning India and World at Large
  14. Basics of Computers and Computer Applications
  15. Common Abbreviations
  16. Transport Systems in India
  17. Indian Economy
  18. Famous Personalities of India and World
  19. Flagship Government Programs
  20. Flora and Fauna of India
  21. Important Government and Public Sector Organizations of India
  22. Current GK

RRB NTPC FAQs

  • 1. What are the subjects in the RRB NTPC Exams?

    Ans. There are three subjects in RRB NTPC Exam which are General Awareness, Mathematics, General Intelligence and Reasoning .

    Visited 142 times, 1 visit(s) today
  • 2. What is the negative marking scheme in the RRB NTPC Exam?

    The negative marking scheme is also applicable for this exam. The 1/3rd marks are deducted for every wrongly answered question in the RRB NTPC exam for both Stage I and Stage II of examination.

    Visited 142 times, 1 visit(s) today
  • 3. What is the weightage of Current Affairs for RRB NTPC Exam?

    Ans. A total of 11-15 questions may be asked in CBT 1 exam if RRB NTPC and 14-18 questions in CBT 2 exam.

    Visited 142 times, 1 visit(s) today

উপরের বিস্তারিত আলোচনা থেকে আশা করি আপনাদের RRB NTPC পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার ধরণ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে। পোস্টটি আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না যারা এই পরীক্ষার জন্য আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন ।

অনালাইন মক টেস্ট 

জিকে প্রশ্ন এবং উত্তর 

সাধারণ জ্ঞান 

Visited 142 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now