WB ICDS Worker Helper Questions 2024

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৃথক ভাবে পরীক্ষার মাধ্যমে আই সি ডি এস কর্মী বা সহায়িকা পদে নিয়োগ করা হয়। জেলাভিত্তিক আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই অনেক জেলায় সমাপ্ত হয়েছে, তাই সেই সমস্ত জেলায় নিয়োগের জন্য পরীক্ষাও নেওয়া হচ্ছে।  পরীক্ষার্থীদের সুবিধার জন্য আজ আমরা WB ICDS Worker Helper Questions 2024 শেয়ার করছি।

WB ICDS Worker Helper Questions 2024

WB ICDS Worker Helper Questions 2024: যে কোনো পরীক্ষার আগে পূর্বের বছরের প্রশ্নপত্র দেখে প্রশ্নের ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করেই সেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা অবশ্যই প্রয়োজন । অনেক সময় দেখা যায় যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব বেশী সময় পাওয়া যায়না , ৩ বা ৪ মাস পরেই পরীক্ষার তারিখ ঘোষিত হয়ে যায়। তখন অনেক পরীক্ষার্থীরা টেনশনে পড়ে যায় যে তারা এই কম সময়ের মধ্যে কি পড়বে আর কি পড়বে না। কারন প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাসের মধ্যে জিকে, অঙ্ক, ইংলিশ থাকবেই। আর জিকে মানে তো জ্ঞানের সমুদ্র। এই সমুদ্র কম সময়ে কভার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

তাই তখন যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা পূর্বের প্রশ্নপত্র দেখে একটা ধারণা করে ফেলে, যে কোন কোন টপিক বা চ্যাপ্টারের উপর জোর দিতে হবে। আর ICDS Anganwadi Exam এর প্রশ্নপত্র গুলি পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হয় পরীক্ষা সমাপ্তির পর, তাই আমরা স্মৃতি থেকে এই প্রশ্নগুলি কালেকশন করে আপনাদের সাথে শেয়ার করছি WB ICDS Worker Helper Questions 2024. আশা করি এই প্রশ্নপত্র দেখে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কি ধরনের প্রশ্ন হতে পারে আগামী পরীক্ষায়। যদি কোনো প্রশ্ন নিয়ে কিছু বলার থাকে বা এই পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে বলবেন।

WB ICDS Worker Helper Exam Pattern

পরীক্ষার পূর্ণমান ১০০ । প্রথমে ৯০ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে, মৌখিক পরীক্ষা ১০ নম্বরের হবে, কোনো প্রার্থী লিখিত পরীক্ষায়  ৩০ নম্বর পেলে তবেই সে মৌখিক পরীক্ষার জন্য কোয়ালিফাই করবেন।

ICDS Worker Helper Exam Syllabus

  • মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখতে হবে মা ও শিশু স্বাস্থ্য বিষয় দশম শ্রেণীর পূর্ণমান-  ১৫
  • পাটিগণিত দশম শ্রেণীর পূর্ণমান – ২০
  • পুষ্টি জনসাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছয় বছরে টিকা করেন পূর্ণমান- ১৫
  • ইংরেজি ভাষা পূর্ণমান – ২০
  • সাধারণ জ্ঞান পূর্ণমান-  ২০
  • সর্বমোট লিখিত নম্বর-  ৯০
  • ইন্টার্ভিউ – ১০

মোট পরীক্ষার নম্বর  =৯০ + ১০ =  ১০০ 

WB ICDS Worker Helper Questions 2024

১. নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলে?

উত্তর – সরোজিনী নাইডু

২. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ??

উত্তর- গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ

৩. ভিটামিন সি কিসে পাওয়া যায় ?

উত্তর- কমলালেবু

৪. বিশ্ব নারী দিবস কবে?

উত্তর-৮ই মার্চ।

৫. কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়?

উত্তর- ১৪ই আগস্ট

৬. ছৌ নৃত্য কোথায় প্রচলিত?

উত্তর- পুরুলিয়া

৭. যন্তরমন্তর কো রাজ্যে?

উত্তর- রাজস্থান

৮. ভারতের জাতির জনক বলা হয় কাকে ?

উত্তর- মহাত্মা গান্ধী।

৯. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ?

উত্তর- নন্দা দেবী।

১০. হকি কোন দেশের জাতীয় খেলা?

উত্তর- ভারত (অঘোষিত)।

১১. বন্দেমাতরম কার উক্তি ?

উত্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১২. ভারতীয় রা কত বছর বয়সে ভোটার হয়?

উত্তর- ১৮ বছর।

১৩. ভিটামিন A এর অভাবে কোন রোগ দেখা যায় ?

উত্তর- রাতকানা।

১৪. পথের পাঁচালী কার লেখা ?

উত্তর-  প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী।

১৫. ভানুসিংহ কার ছদ্দনাম ?

উত্তর- রবীন্দ্র নাথ ঠাকুর।

১৬. 2024 -অলিম্পিকে ভারত মোট কয়টি পদক পেয়েছে ?

উত্তর- ৬ টি.

১৭. কার্বোহাইড্রেটে কোনটি থাকে না কোনটি? – নাইট্রোজেন , কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন

উত্তর- নাইট্রোজেন.

১৮. ইনসুলিন কোথা থেকে নির্গত হয় ?

উত্তর- অগ্নাশয়।

১৯. ভাইরাস ঘটিত রোগের নাম-

উত্তর – করোনা ।

২০. কাজু বাদাম কী জাতীয় খাদ্য ?

উত্তর – ফ্যাট জাতীয়

২১. গাজরের কোন প্ওঅংশ আমরা খাদ্য হিসাবে গ্রহন করি ?

উত্তর – মূল
২২. মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কী?

উত্তর – ফিমার

২৩. প্রথম বাঙালী পর্বত আরোহীর নাম কী ?

উত্তর- দেবাশীষ বিশ্বাস

২৪. ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা ?

উত্তর- স্ত্রী অ্যানোফিলিশ মশা

২৫. ডেঙ্গু রোগ ছড়ায় কোন  মশা ? –

উত্তর- স্ত্রী এডিশ মশা

২৬. ২০২৪ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

উত্তর- প্যারিস

২৭. রক্তাল্পতা হয় মানবদেহের কোন ধাতব উপাদানের অভাবে ?

উত্তর- লৌহ.

২৮. ভারতের প্রথম মহিলা চিকিতৎসক কেছিলেন ?

উত্তর-  কাদম্বিনী গাঙ্গুলি

২৯. ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?

উত্তর – ২৬শে জানুয়ারি

৩০. ডক্টরস ডে কবে পালন করা হয় ?

উত্তর- পয়লা জুলাই

৩১. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?

উত্তর- গডউইন অস্টিন

৩২. হাওড়া সেতুর দ্বিতীয় নাম কি ?

উত্তর- রবীন্দ্র সেতু

৩৩. সতীদাহ প্রথা কে রদ করেন ?

উত্তর – রামমোহন রায়

৩৪. আদা কোন অংশের পরিবর্তিত রুপ?

উত্তর – কান্ড

৩৫. 400 টাকায় কোন জিনিস ক্রয় করে 600 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় ?

উত্তর-  50 শতাংশ

৩৬. শুন্যস্থান পূরণ করুন – _____ English Teacher is absent today.

উত্তর- The

৩৭. English Gender Change: 

  • Son –> Daughter
  • Uncle –> Aunt
  • Master –> Mistress
  • Man –> Woman
  • Queen –> King
  • Horse –> Mare
  • Actor –> Actress
  • Prince –> Princess

৩৮. English Opposite Word:

  • Ugly –> Beautiful
  • Open –> Close / Shut
  • Honest –> Dishonest
  • Kind –> Cruel
  • Correct – Incorrect

৩৯. Translate into English: 

  • আপনি কি এই জায়গায় এসেছেন আপনার পরিবারের সাথে ? – Have you come to this place with your family ?
  • সে আমার থেকে বিদায় নিল – He left me.
  • আপনি কি কোনকিছু খুঁজছেন – Are you looking for something?
  • সৎ লোক সর্বদাই সম্মানিত – Honest people are always respected.

৪০. রচনা লিখুন যে কোনো একটি :

  • পরিবেশ দূষণ
  • একটি নারীর আত্মকথা

উপরের প্রশ্নগুলির সাথে সাথে নিচের লিঙ্ক থেকে জিকে গুলি পড়ে নিন আর অনলাইন মক টেস্ট দিন , কিছু সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। 

সাধারণ জ্ঞান 

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর 

English Grammar

Online Mock Test

 

Visited 100 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment