WBP Wireless Operator Practice Set

Wireless Operator Practice Set

West Bengal Police Recruitment Board

WBP Wireless Operator Practice Set

WBP Wireless Operator Practice Set

ExamBong এ আপনাকে স্বাগত। আজ আমরা WBP Wireless Operator Exam পরীক্ষার  100 নম্বরের একটি WBP Wireless Operator Practice  Set সমস্ত পরীক্ষার্থীদের জন্য Share করছি।  এই প্রাকটিস সেট টি  Wireless Operator Exam ছাড়াও WB PSC দ্বারা পরিচালিত যে কোনো পরীক্ষা যেমন WBCS Preliminary Exam, WBPSC Clerkship Exam, WBPSC Miscellaneous Exams, ICDS Supervisor Exam, WBP Police SI Exam, Rail Exams ইত্যাদি পরীক্ষার জন্য ও খুব উপযোগী।
Previous Year Exams এবং Recent Question Trends অনুসারে এই WBP Wireless Operator Practice Set টি তৈরী করা হয়েছে।
WBP Wireless Operator Practice Set
WBP Wireless Operator Exam এর সম্পূর্ণ সিলেবাস ও প্রশ্নের ধরণ দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
WBP Wireless Operator Exam  প্রাকটিস সেটটি  নিচে দেওয়া হলো, সঠিক উত্তরটি দেখার জন্য   button টিতে ক্লিক করুন।

WBP Wireless Operator Practice Set: 100 Marks

A. Preliminary Examination (Full Marks – 100): –
Preliminary Examination shall be from the following subjects:-
i. General Knowledge & Current Affairs: 40 Marks
ii. Mathematics: 20 Marks
iii. Everyday Physical Science: 20 Marks
iv. Logical and Analytical Reasoning: 20 Marks
GK and Current affairs: 40
1. সাইলেন্ট ভ্যালী কোন রাজ্যে অবস্থিত?




Answer is A)
কেরালা

2. পিতলের উপাদান হল




Answer D)
তামা ও দস্তা.

3. নীল বিপ্লব কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত?




Answer is A)
মৎস্য উৎপাদন.

4. পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল?




Answer is B)
1817 সালে.

5.নীল কমিশন কত সালে গঠন করা হয়?




Answer is D)
1860 সাল.

6. WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?




Answer is C)
জেনেভা.

7. কোন জায়গাটি স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত?




Answer is A)
অমৃতসর.

8. 1 পারসেক = কত আলােকবর্ষ?




Answer is A)
3.26.

9. নীচের কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি?




Answer is D)
রামসার চুক্তি.

10. অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?




Answer is B)
আয়ােডিন.

11. কোন গ্যাসকে Stranger Gas বলা হয় ?




Answer is C)
জেনন

12. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালাে আন্দোলন গড়ে তােলেন-




Answer is C)
রামমােহন রায় .

13.ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন?




Answer is B)
রাষ্ট্রপতি

14. তত্ত্ববােধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—




Answer is C)
অক্ষয়কুমার দত্ত

15. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?




Answer is C)
গুরুশিখর

16. বড় আন্দামান ও ছােট আন্দামানের মাঝে কোন প্রণালী অবস্থান করছে?




Answer is A)
ডানকান প্রণালী.

17.ক্যাডমিয়াম থেকে মানবদেহে সৃষ্ট রােগ কোনটি?




Answer is B)
ইটাই-ইটাই.

18. ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন’ কে স্থাপন করেন?




Answer is A)
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

19.এক্স-রে আবিস্কার করেন কে?




Answer is D)
রন্টজেন .

20.স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?




Answer is B)
সুকুমার সেন

21.আলিপুর বােমার মামলায় অরবিন্দ ঘােষকে কে আইনি সমর্থন করেছিলেন?




Answer is D)
চিত্তরঞ্জন দাশ.

22.কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) কোন্ সালে স্থাপিত হয়?




Answer is C)
1857.

23. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন—




Answer is D)
ডাফরিন

24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?




Answer is D)
লর্ড মাউন্টব্যাটেন.

25.ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে?




Answer is C)
হাওড়া

26. মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?




Answer is A)
লিভার

27. বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___




Answer is C)
সোডিয়াম বাই কার্বোনেট

28.ভোরঘাট জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?




Answer is D)
নর্মদা.

29. ভারতের নতুন Controller General of Accounts (CGA) এর মহানির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন?




Answer is D)
দীপক দাস

30. সম্প্রতি কোন দেশ খাদ্য সংকট এর কারণে জরুরি অবস্থা ঘোষণা




Answer is B)
শ্রীলঙ্কা.

31. কোন শহরে ভারতের সর্বোচ্চ  Air Purification Tower উদ্বোধন  এর করা হয়েছে?




Ansswer is D)
চণ্ডীগড়

32. International Literacy Day এর থিম কি?

Answer is B)
Literacy for a human centered restoration: Narrowing the digital divide

33. World Haert Day পালিত হয় কবে?




Answer is B)
29 September.

34. সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন




Answer is D)
Fumio Kishida

35. Najla Bouden Romdhane কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?




Answer is B)
Tunisia

36. দানসাগর গ্রন্থের রচয়িতা কে?




Answer is B)
বল্লাল সেন

37. “বাংলার আকবর” বলা হয় কাকে?




Answer is C)
হুসেন শাহ.

38. উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?




Answer is A)
গুজরাট

39. কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত?




Answer is C)
কটক

40. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?




Answer is D)
পরেশনাথ.

41. নীচের কোন ক্ষুদ্রতম সংখ্যা কে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?




Answer is D)
7.

42. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়।দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় –




Answer is A)
10 মিনিট .

43. 1 থেকে 27 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যা গুলির ঘন -এর গড় কত –




Answer is D)
5292.

44. বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে,আসল কত




Answer is C)
500 টাকা.

45. দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে,বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত –




Answer is D)
4:3 .

46. বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত –




Answer is B)
120 টাকা.

47. দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4 : 3 । যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয় তবে সে ক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম শ্রমিকের মজুরি কত ?




Answer is B)
36 টাকা.

48. এক ব্যক্তি রাজ্য লটারিতে 60000 টাকা জেতেন । সরকার কর হিসাবে 35% কেটে নিলে, তিনি হাতে পান




Answer is C)
39000.

49. 10 মিটার, 10 মিটার, 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ সে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার?




Answer is B)
15.

50. 10 বছর আগে A এর বয়স B এর অর্ধেক ছিল । বর্তমানে তাদের বয়সের অনুপাত 3 : 4 হলে বর্তমানে বয়সের সমষ্টি কত ?




Answer is C)
35 বছর .

51. কোন একটি দ্রব্য ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয়মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে ?




Answer is A)
100/9 %.

52. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে ?




Answer is D)
9899.

53. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 5 এবং সংখ্যা তিনটির গসাগু 7 হলে , সংখ্যা তিনটির লসাগু কত ?




Answer is C)
210.

54. প্রথম 5 টি 3 এর গুণিতকের গড় কত ?




Answer is B)
9.

55. স্রোতের অনুকুলে ও প্রতিকূলে এক ব্যক্তি নৌকা চালিয়ে যথাক্রমে 5 ঘণ্টায় ও 8 ঘণ্টায় একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করে , স্রোতের বেগ যদি 3 কিমি/ঘণ্টা হয় তবে, স্থির জলে নৌকার বেগ কত ?




Answer is D)
13 কিমি/ঘণ্টা.

56. রাখাল বাবু তার মোট সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দিলেন এবং তার তিন সন্তানকে 3 : 2 : 5 অনুপাতে ভাগ দিলেন । যদি প্রথম পূুত্রের প্রাপ্য 150000 টাকা হয় । তবে রাখাল বাবুর মোট সম্পত্তির পরিমাণ কত ?




Answer is A)
500000.

57. A : B = 4 : 5 , B : C = 5 : 6 এবং C : D = 6 : 7 হলে A : D = ?




Answer is A)
4 : 7.

58. দুটি সংখ্যার অনুপাত 3 : 7, যদি সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে যদি 3 বিয়োগ করি তবে সংখ্যা দুটির অনুপাত 9 : 23 হয় । তাহলে সংখ্যা দুটি কী কী ?




Answer is D)
21 : 49.

59. m : n = 3 : 2 হলে (4m + 5n) : (4m – 5n) = ?




Answer is B)
11 : 1.

60. What is the Brain of a Computer?




Answer is C)
CPU

61. গভীরতা বাড়লে তরলের চাপ কি হয় ?




Answer is B)
বাড়ে.

62. বাতাস কোন ধরনের পদার্থ ?




Answer is C)
মিশ্র পদার্থ .

63. আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?




Answer is D)
কার্বনডাই অক্সাইড.

64. কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে ?




Answer is C)
আকার কম.

65. নীচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয় ?




Answer is D)
পারদ .

66. কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় ?




Answer is B)
ভোল্টামিটার .

67. তড়িৎ চৌম্বকে সাধারণত ব্যবহার করা হয়— ?




Answer is A)
কাঁচা লোহা.

68. একটি তড়িৎ চৌম্বকে ব্যবহৃত হয়—




Answer is A)
নরম লোহার কোর.

69. কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ-




Answer is B)
বিদ্যুৎ প্রবাহে নরম লোহা ধীরে চুম্বকে পরিণত হয় .

70. নিচের কোন রাশি দুটির মাত্রা সমান




Answer is B)
ঘাত ও ভরবেগ .

71. কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ?




Answer is B)
ক্ষমতা

72. 80N বল 20kg ভরবিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয়, তার মান কত ?




Answer is C)
4m.s2.

73. স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে ?




Answer is C)
উপসুর.

74. নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই ?




Answer is B)
মােম.

75. অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় ?




Answer is A)
তড়িৎ প্রবাহমাত্রা .

76. x রশ্মির আধান কত ?




Answer is A)
শূন্য বা নিস্তড়িৎ .

77. পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত ?




Answer is A)
কালাে

78. বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মােড়া থাকে ?




Answer is C)
লাল .

79. X রশ্মি নিচের কোন উপাদানের মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় ?




Answer is D)
কেলাস.

80.পৃথিবীর কোন স্থানের ভৌগােলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে—




Answer is C)
সৌরমাস


বাকি 20 টি প্রশ্নের জন্য নিচে ক্লিক করুন।

Visited 2 times, 1 visit(s) today
Sharing Is Caring:

I'm a passionate content writer at ExamBong, specializing in blog writing for National and State Level Competitive Exams for the Teaching Vertical. I research and curate genuine information to create engaging and authenticate articles.

Leave a Comment