আজ আমরা PSC Miscellaneous Exam 2024 Answers শেয়ার করবো। প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়ায় চেষ্টা করেছি। আপনারা কিভাবে সঠিক বা ভুল উত্তর হিসাব করবেন নিচে বিস্তারিত বলা আছে দেখে নিন।
PSC Miscellaneous Exam 2024 Answers: WBPSC পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী Miscellaneous Exam টি নিয়েছে। অনেক পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। তারা সকলেই পরীক্ষা দিয়ে খুশি । প্রশ্নের গুনগত মান খুবই ভালো। কিছু কঠিন প্রশ্নের সাথে সাথে মাঝারি ও সহজ থেকে সহজতম প্রশ্নের উত্তর দিতে পেরে পরীক্ষার্থীরা বেশ খোশ মেজাজেই বাড়ি ফিরেছেন পরীক্ষা দিয়ে।
তবে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম আর কটা পারলাম না সেটা কিন্তু আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারিনা। তাই বাড়ি এসে ঠাণ্ডা মাথায় সঠিক উত্তরের সাথে আপনার দেওয়া প্রশ্নের উত্তরের সাথে অবশ্যই মেলানো প্রয়োজন। তাই আমরা প্রত্যেকটি প্রশ্নের সম্ভাভ্য সঠিক উত্তরের সাথে প্রশ্নগুলি আপনাদের সাথে শেয়ার করছি (PSC Miscellaneous Exam 2024 Answers)।
PSC Miscellaneous Exam 2024 Answers
মোট প্রশ্নের সংখ্যা ১০০ টি। প্রতিটি প্রশ্নের মান ২ এবং নেগেটিভ ০.৫ অর্থাৎ দুটি প্রশ্ন ভুল গেলে ১ নম্বর মাইনাস হবে। তাহলে হিসাবে যা দাঁড়ালো যদি দুটি প্রশ্ন ভুল হয় ওই দুটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ২ আপনি পাচ্ছেন না, সাথে আবার মাইনাস ১, তাহলে দুটি প্রশ্ন ভুল গেলে আপনি ৩ নম্বর কম পাচ্ছেন। তাহলে আর দেরী না করে যাচাই করে নিন আপনি কত পেতে চলেছেন।
আর যদি PSC Miscellaneous Exam 2024 Answers এর কোনো প্রশ্নের উত্তর নিয়ে কিছু সন্দেহ থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্সটি আপনাদের জন্যই দেওয়া।
PSC Miscellaneous Exam 2024 Questions and Answers
1) Man Makes himself – এই বিখ্যাত বইটির লেখক কে ?
উত্তর : ভি গর্ডন চাইল্ড ।
2) কোন মূলধনের বার্ষিক 6 1/4% হারে কত বছরের দ্বিগুণ হবে ?
উত্তর : 16 বছরে।
3) 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে ?
উত্তর: শনিবার ।
4) সব মানুষের পজা মামা – কার উক্তি ?
উত্তর : সম্রাট অশোক।
5) রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3 । গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3 । রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল ?
উত্তর : 4টি , 6টি
6) মরু অঞ্চলের শ্রেষ্ঠ মাটি হল
উত্তর: অ্যারিডিসলড
7) 1 থেকে 7 এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কত গুলি ?
উত্তর: 9টি।
8) জৈব বিপর্যয়ের একটি উদাহরণ –
উত্তর: 1984: ভোপাল গ্যাস দুর্ঘটনা
9) লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : মনিপুর
10) ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি ?
উত্তর: আনাইমুদি
11) নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি?
উত্তর : NaCl
12) বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি ?
উত্তর : সাধারণ মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল।
13) নিম্নলিখিত বাক্য গুলির মধ্যে কোনটি সঠিক ?উত্তর: অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল – ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ।
14) A একটি কাজ 9 দিনে করে এবং B কাজটি 6দিনে করে । তাদের সাথে C এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। C একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে ?
উত্তর: 18দিনে ।
15) কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউকের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ?
উত্তর: আই সি আই সি আই ব্যাংক
16)নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ ?
উত্তর : টাইফয়েড।
17) কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেন ?
উত্তর : আলাউদ্দিন খলজি ।
18) হলদিয়া বন্দর দুটি কোন নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হলদি নদী ও হুগলী নদী।
19) কীটপতঙ্গের অধ্যয়ন কে কি বলা হয়?
উত্তর : এন্টোমলজি।
20) ভল্গা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে ?
উত্তর: রাহুল সাংকৃত্যায়ন।
21) সঠিক উত্তরটি নির্বাচন করুন:
উত্তর: দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা।
22) কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক ?
উত্তর : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
23: কচ্ছের রান ভারতের কোন প্রদেশে অবস্থিত?
উত্তর: গুজরাট।
24: নিম্নলিখিত গুলির মধ্যে যেটি সম শ্রেণীর ভুক্ত নয় অন্যদের থেকে আলাদা সেটাকে চিহ্নিত করুন।
উত্তর: গোমুখ।
25: এদের মধ্যে কোন রাজা সকলউত্তরাপথনাথ উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর: হর্ষবর্ধন।
26) শ্রেনিটি সম্পূর্ণ করুন।
5, 7, 8; 6, 8, 12; 7, 9, ?
উত্তর : 9
27) মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন :
উত্তর: 17ই মে : বিশ্ব টেলিযোগাযোগ দিবস
28) ভারতের পিটস্ বার্গ বলা হয় কোন জায়গাকে?
উত্তর: জামশেদপুর।
29) কোষের নিম্নলিখিত অংশগুলির (কোষানু /কোষের অঙ্গগুলির) মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়??
উত্তর : প্লাস্টিডস
30) I have a dream – উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার ?
উত্তর: মার্টিন লুথার কিং (জুনিয়র)
31) ধর্মচক্র প্রবর্তন কি ?
উত্তর: নির্বাণ লাভের পর গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার।
32) ভারতীয় বায়ুসেনার আদর্শ কি?
উত্তর: গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ।
33) কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন ?
উত্তর: অ্যামেলিয়া ইয়ারহার্ট।
34) বিমানবন্দর বিহীন দেশ –
উত্তর: স্যান মেরিনো।
35) ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ তৈরি করবে?
উত্তর: 180°
36) সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল ?
উত্তর: নর্মদা নদী।
37) দুটি দেশের জাতীয় সংগীতের রচনাকার –
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
38) 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
উত্তর: 5050
39) মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 90 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। চার মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1750 টাকা লাভ হলে মিতা এবং অরুনের লাভ কত হল?
উত্তর: উপরের কোনটিই নয়।
40) কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত ?
উত্তর: জে কে রাউলিং।
41) নিম্নলিখিত জীব গুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয় ?
উত্তর: কুমির।
42) ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল
উত্তর: 1942 সালে।
43) প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয় চেয়েছিলেন –
উত্তর: ম্যারি কুরি।
44) ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড ক্যানিং ।
45) কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে ?
উত্তর: বৃক্ক।
46) মনসবদারি কথার প্রবক্তক কে ?
উত্তর: আকবর।
47) ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ?
উত্তর: তেহরি বাঁধ।
48) পরিগণনা মূলক কর্মকান্ড (Computing) এবং প্রোগামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ?
উত্তর: বাইনারি।
49) রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে?
উত্তর: 138 টাকা।
50) ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর: জিম করবেট জাতীয় উদ্যান।
51) ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম গুলি কি কি?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজা গোপালাচারী।
52) অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমান কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল ?
উত্তর: 1500 টাকা।
53) মূলদ সংখ্যার মান
উত্তর: সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য।
54) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না ?
উত্তর: জন সাইমন।
55) ম্যালেরিয়া রোগের বাহক কে?
উত্তর: এনোফিলিস মশা।
56) নিম্নলিখিত শিল্পিদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না?
উত্তর: রাজা রবি বর্মা।
57) নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে কোন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন ?
উত্তর: স্কন্দ গুপ্ত।
58) কোনটি মূল (root )সবজি?
উত্তর: গাজর।
59) 12 টি কমলালেবুকে পাঁচটি চড়িতে ভাগ করা হলে
উত্তর: দুটি ঝুড়িতে তিনটি করে এবং তিনটি ঝুড়িতে দুটি করে কমলে লেবু থাকবে।
60) মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে?
উত্তর: জুনকো তাবেই।
61) দক্ষিণ দিন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তটি যে নামে পরিচিত –
উত্তর: টাইফুন।
62) ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তর: সুচেতা কৃপালিনী
63) 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60কিমি/ঘণ্টা 30কিমি/ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে ?
উত্তর: 160 মিনিট।
64) অ্যামাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সিয়াটেল।
65) কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে
উত্তর: 337
66) নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি ধাতু নয় ?
উত্তর: সালফার।
67) বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
উত্তর: নাইট্রোজেন।
68) নিকলা টিপস লাকি ধরনের তড়িৎ বা বিজলী আবিষ্কার করেছিলেন?
উত্তর: এসি।
69) 171 কী সংখ্যা ?
উত্তর: যৌগিক সংখ্যা।
70) ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার ?
উত্তর: জাকির হুসেন।
71) ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবি অঞ্চল অবস্থিত তা হল –
উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।
72) নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম কত সময় লাগবে যখন ট্রেনটি দৈর্ঘ 80 মিটার ?
উত্তর: 10 সেকেন্ড।
73) কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতা করেছিলেন তানসেন ?
উত্তর: আকবর।
74) কোন একটি সংখ্যার একক স্থানীয় অংকের এবং দশক স্থানীয় অংকের যোগফল 9। অংকদয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যা দ্বয়ের অন্তত হয় 9। সংখ্যাটি কত?
উত্তর: 54
75) ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক-
উত্তর: পরমবীর চক্র
76) রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়
উত্তর: দাবা খেলোয়াড়
77) রামচরিত কে রচনা করেন?
উত্তর: সন্ধ্যাকর নন্দী
78) আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোশালা মক্খলিপুত্তা
79) ইন্দ্র লিখিত বই গুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই?
উত্তর: দ্য মেটামরফোসিস।
80) মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত – উক্তিটি কার?
উত্তর: জে জে রুশো।
81) Tree of Liberty কে মহীশূরে রোপণ করেন?
উত্তর: টিপু সুলতান।
82) ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে
উত্তর: টিন।
83) মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটিখান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন
উত্তর: মহাভারত
84) একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত?
উত্তর: উপরের কোনটি নয়।
85) ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন?
উত্তর: জহরলাল নেহেরু।
86) কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকানোর নীতি প্রণয়ন করা হয়েছিল?
উত্তর: পিভি নরসিমহা রাও।
87) সঠিক উত্তর নির্বাচন করুন :
উত্তর: 24 = 2.12 + 0
88) ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: বেঙ্গল গেজেট।
89) গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তর: আন্দামান।
90) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতি কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনে সভাপতিত্ব করেন নি?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
91) একটি বাগানে 127 টি চারাগাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চার গাছ লাগানোর পর দেখা গেল 6 টি চার রাকাত অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে?
উত্তর: 11 টি।
92) তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয় টির মধ্যে সমানুপাতি কত ?
উত্তর: 7
93) দুটি সংখ্যার অনুপাত 5:13। যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে?
উত্তর: 55, 143
94) বাতাসের গতি পরিমাপক যন্ত্র–
উত্তর: এনিমোমিটার
95) 100 টাকা A ও B এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A ও B এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11 । A ও B এর প্রাপ্ত টাকার পরিমাণ কত?
উত্তর: 45 টাকা ও 55 টাকা।
96) ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়?
উত্তর: শ্রীরামপুর।
97) ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর: স্যার এলিজা ইম্পে।
98) কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th Fail চলচ্চিত্রটি?
উত্তর: মনোজ কুমার শর্মা।
99) আমিই বিপ্লব ও আমিই বিপ্লবকে ধ্বংস করেছি – উক্তিটি কার?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
100) ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে?
উত্তর: বিক্রম সারাভাই।
আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন যদি এই পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই PSC Miscellaneous Exam 2024 Answers তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । মনে রাখবেন Sharing is caring.
যারা যারা এই প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করবে ভাবছেন তারা অবশ্যই নিচের লিঙ্ক থেকে মেইন্সের সিলেবাস দেখে নিন।
WBPSC Miscellaneous Exam Syllabus
PSC Miscellaneous Exam 2024 Answers গুলি যাচাই করে আশা করি আপনারা কত মার্কস অর্জন করতে পারছেন তার একটা ধারণা হয়ে গেছে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন নিচের কমেন্ট বক্সে।
WBPSC Miscellaneous Exam FAQ
- When will be published PSC Miscellaneous Official Answer Key?
PSC Miscellaneous Official Answer key will be published in the last week of September.
Visited 150 times, 2 visit(s) today - When will the PSC Miscellaneous exam results be published?
PSC Miscellaneous Exam Results will be published 3 or 4 months after the exam.
Visited 150 times, 2 visit(s) today - What will be the cut-off marks of PSC Miscellaneous Exam 2024?
Probably cut-off marks will be between 110 and 130.
Visited 150 times, 2 visit(s) today